রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলে কলকাতাকে টেক্কা, প্রথম রায়গঞ্জের সৌরদীপ দাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ২ ফেব্রুয়ারি চলতি বছর হয়েছিল পরীক্ষা। তবে করোনা (Coronavirus)  পরিস্থিতিতে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশে কিছুটা দেরি হয়। মেধাতালিকায় কলকাতাকে টপকে প্রথম রায়গঞ্জের পড়ুয়া।

www.wbjeeb.in   এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। ফল প্রকাশের পর অনলাইনে কাউন্সেলিং হবে। এ বছর পরীক্ষায় প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থী। এ বার প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অন লাইনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়ারা ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।  এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না কোনও ফি। মেধাতালিকায় যাদের নাম রয়েছে তাদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না।

আরও পড়ুন : মোদীময় ! CAG-এ গিরিশ চন্দ্র মুর্মু,জম্মু ও কাশ্মীরের নয়া লেফটেন্যান্ট মনোজ সিনহা

এক নজরে দেখে নেওয়া যাক জয়েন্ট তারকাদের

1. সৌরদীপ দাস। রায়গঞ্জের বাসিন্দা। দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সে।
2.
 শুভম ঘোষ। ডিএভি মডেল স্কুলের ছাত্র।
3.
ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে। সে ডিপিএস রুবি পার্কের পড়ুয়া।
4.
উৎসব বসু। সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র।
5.
পূর্ণেন্দু সেন। দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের পড়ুয়া।
6. অঙ্কুর ভৌমিক। দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের পড়ুয়া।
7. সোহম সমাদ্দার। গার্ডেন হাইস্কুলের ছাত্র।
8.
অরিত্র মিত্র। বেহালা আর্য বিদ্যামন্দিরের ছাত্র।
9. গিরিক মাসকারা। সল্টলেকের সেন্ট জোনস স্কুলের পড়ুয়া।
10.
অর্ক দত্ত। লালবাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়া।

আরও পড়ুন : মুনাফার জন্য ‘‌‌করোনিল’‌ নিয়ে ভুয়ো দাবি, ১০ লক্ষ টাকা জরিমানা পতঞ্জলির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest