Kharagpur: Flower loaded car and Lorry accident on Kharagpur, 3 dies, 7 injured, death toll may rise

Kharagpur: লক্ষ্মীপুজোর ফুল তোলার সময় লরির ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের

লক্ষ্মীপুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। খড়গপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিন জন ফুল ব্যবসায়ী। আহত একাধিক। পুলিশ সূত্রে জানা গেছে হাসপাতালে আরও তিন জন ফুল ব্যবসায়ী মারা গেছেন। অর্থাৎ এখনও অবধি মৃতের সংখ্যা ছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার ভোরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ফুল লোডিংয়ের কাজ চলছিল। ফুল নিয়ে কোলাঘাটে যাওয়ার কথা ছিল গাড়িটির। গাড়িতে ফুল তোলার কাজ করছিলেন কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট ১০ জন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই ওই লড়িটি সজোরে এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। পাশের একটি নয়ানজুলিতে গিয়ে পড়ে ফুলের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

আরও পড়ুন: Anubrata Mondal: সুপ্রিম কোর্টে মিলল না জামিন, এবারের পুজোতেও জেলেই অনুব্রতর

এখনও অবধি ঘটনায় মারা গেছেন ছয় জন। হাসপাতালে কয়েকজনের চিকিৎসা চলছে।তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও স্থানীয় সূত্রে খবর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তপন সামন্ত নামে আরও এক ব্যক্তি। উত্তমকুমার বাগ নামে এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

খড়্গপুর লোকাল থানার পুলিশ ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করেছে।

আরও পড়ুন: Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় এবং পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, অভিযোগ তদন্তে ‘অসহযোগিতা’-র