Price of domestic LPG hiked again, this time by 15 rupees

LPG Price: গত দু মাসে চারবার বাড়ল দাম, মহালয়াতেই আরও মহার্ঘ হল গ্যাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম কত। বুধবার মহালয়ার দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের। গত দু মাসের মধ্যে এই নিয়ে পরপর চারবার দাম বাড়ল গ্যাসের। বুধবার থেকে সিলিন্ডার প্রতি ১৫ টাকা করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।

আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে ৯২৬ টাকা দিয়ে। ফলে গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকার বেশি। পেট্রল-ডিজেলের দামও চড়ছে নাগাড়ে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হল। কিন্তু প্রশ্ন উঠছে, তা হলে মোদী সরকার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে ভর্তুকির পরিমাণ কেন বাড়াচ্ছে না?

এর আগে সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়াত্ব সংস্থাগুলি। এক লাফে সে সময় একবার ২৫ টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম।এর জেরে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯১১ টাকায়। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকারও বেশি বেড়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest