আগামীকাল সকালে ন’টায় দেশবাসীকে বার্তা দেবেন নমো, তুঙ্গে কৌতূহল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: করোনা নিয়ে দেশজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আশঙ্কা বাড়িয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে আগামীকাল ফের জাতির উদ্দেশে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে এবার রাত ৮টা নয়, সকাল ৯টায় ভিডিয়ো বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই বিষয়ে তাঁর টুইটের পর থেকেও জল্পনা, কী বলবেন মোদী?

এদিন টুইটে মোদী লেখেন, “আগামীকাল সকাল ন’টায় প্রিয় ভারতবসীর জন্য একটি ভিডিও পোস্ট করব।” যদিও কী নিয়ে ভিডিও পোস্ট করবেন প্রধানমন্ত্রী সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি তিনি। অনেকের ধারণা, করোনা ভাইরাস নিয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কোন পর্যায়ের সতর্কতা দরকার, ভিডিও পোস্ট করে সেটাই হয়তো বলবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: করোনা-ঝড়ে তছনছ মার্কিন যুক্তরাষ্ট্র,স্পেন ও ইংল্যান্ড, বিশ্বে ৪৭ হাজার ছাড়াল মৃত্যু

এর আগে দু’দিন টুইটারে ভিডিও পোস্ট করেছিলেন মোদী। প্রথমদিন তাঁর যোগ ব্যায়াম করার ভিডিও পোস্ট করেছিলেন। পরের দিন একটি আধঘণ্টার ভিডিও পোস্ট করে বলেছিলেন প্রতিদিন যোগনিদ্রা করলে মানুষের স্ট্রেস কেটে যাবে। সেই টুইটের প্রশংসা করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে।

করোনা সংক্রমণ নিয়ে এর আগে দু’দিন জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাতে ঘোষণা করেছিলেন ২২ মার্চ জনতা কার্ফুর কথা। তারপর ২৪ তারিখ রাত্রি আটটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন মোদী।

আরও পড়ুন: আগামী বছর ১ম থেকে ৮ম শ্রেণিতে ঢালাও পাশ, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest