করোনা-কাঁটা কলকাতাতেও, স্কুল কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সাউথ পয়েন্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনাভাইরাস নিয়ে সতর্কতা গ্রহণ করে বার্ষিক পরীক্ষার ফলঘোষণা পিছিয়ে দিল সাউথ পয়েন্ট স্কুল। শুক্রবার স্কুলের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কারণ ছাড়া স্কুলে ছাত্রছাত্রীদের পাঠানোর দরকার নেই।এই প্রথম কলকাতার কোনও স্কুল করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ তারিখ নার্সারি থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের রিপোর্ট কার্ড হাতে তুলে দেওয়ার কথা ছল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। পরবর্তী দিন পরে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে। একুশে মার্চ, স্কুলের বার্ষিক অনুষ্ঠান আপাতত বাতিল।

আরও পড়ুন: করোনার জের: ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল

আগামী ২৪ তারিখ চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের রেজাল্ট অভিভাবকদের হাতে তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। তার জন্য পড়ুয়াদের স্কুলে আসার দরকার হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের খাতা দেখানোর তারিখ ছিল ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত। তাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আক্রান্ত বেড়ে ৭৩, করোনার জেরে এক মাসের জন্য সব দেশের ভিসা বাতিল করল কেন্দ্র

সাউথ পয়েন্টের জুনিয়র ও সিনিয়র বিভাগ মিলিয়ে প্রায় ১২,৫০০ ছাত্রছাত্রী পড়াশুনো করেন। পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কী কী নিতে চলেছে স্কুল কর্তৃপক্ষ, তাও জানানো হয়েছে। নোভেল করোনা ভাইরাস নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সমস্ত কর্মীদের ধারণা স্পষ্ট করতে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। ক্লাসরুমগুলি জীবাণুমুক্ত করার কাজ চলছে। পড়ুয়াদের সুরক্ষিত রাখতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest