২৮ অক্টোবর থেকে চালু হওয়ার সম্ভাবনা ভারত-বাংলাদেশ বিমান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ বিমান পরিবেষা। শনিবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই মিলেছে । করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জেরে বন্ধ হওয়া ওই পরিষেবা ফের ‘এয়ার বাবল (air bubble)’ ব্যবস্থার মাধ্যমে আগামী ২৮ অক্টোবর থেকে চালু হবে বলেই খবর।

আরও পড়ুন : এবার চাঁদেও মিলবে 4G পরিষেবা! নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে দাবি নাসার

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ওই বিমান পরিষেবা গ্রহণকারীদের তৃতীয় কোনও দেশে যাওয়ার সুবিধা প্রদান করা হবে না। এবং প্রতিটি যাত্রীদের বিমানে প্রবেশ করার আগে কোভিড-১৯ পরীক্ষা করা হবে। দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হলে এর ফলে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার যাত্রী যাতায়াত করবেন বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত কমপক্ষে ২৮ লক্ষ ৭৬ হাজার বাংলাদেশি নাগরিক ভারতে এসেছেন। যার মধ্যে ১০ শতাংশই এসেছেন চিকিৎসার জন্য।এয়ার বাবল চুক্তি অনুযায়ী দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হলে উভয়পক্ষকেই কিছু বাধানিষেধ মেনে চলতে হয়। এক্ষেত্রেও তা পুরোপুরি মেনে চলা হবে।

আরও পড়ুন : নববধূ সাজে দেবলীনা! তবে কি উত্তম কুমারের নাতবৌ হয়েই গেলেন নাকি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest