সাইকেলে অফিসে যান, অ্যাক্সিডেন্টের দায় আমার নয়, বললেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: ট্রেনের বদলে সাইকেল। অফিসে যাওয়ার সমস্যার সুরাহা করতে সোমবার নবান্নে বসে এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়ে দিলেন, সাইকেল নিয়ে রাস্তায় নেমে দুর্ঘটনা দায় থাকবে সাইকেল চালকেরই। 

এদিন মমতা বলেন, ‘আমরা হাজার পাঁচেক সরকারি বাস চালাচ্ছি। তার সঙ্গে বেসরকারি বাস চলছে, ট্যাক্সি অটোও চলছে। তবু মেট্রো রেল ও ট্রেন না চলায় অনেকের সমস্যা হচ্ছে তাই আমরা কলকাতা পুলিশকে বলেছি, কলকাতায় কোন কোন রাস্তায় সাইকেল চালানো যেতে পারে তার তালিকা তৈরি করতে। কোন কোন রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হবে না..’

আরও পড়ুন : সব্যসাচীকে ধাক্কাধাক্কি,হাতাহাতিতে তৃণমূল-বিজেপি উত্তপ্ত লেকটাউন

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘অ্যাক্সিডেন্ট হওয়ার গ্যারান্টি তো আমি দিতে পারি না। যে চালাবে তাকে নিতে হবে। সবাইকেই নিতে হবে। বিদেশে সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা জায়গা রয়েছে। কিন্তু আমাদের দেশে তা নেই। তাই ছোট ও মাঝারি রাস্তায় কীভাবে সাইকেল চালাতে দেওয়া যায় তা ভেবে দেখতে বলা হয়েছে।’

মমতা মনে করিয়েছেন, ‘জীবন সব থেকে গুরুত্বপূর্ণ। একটু অফিসে যেতে দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু একটা জীবন অকালে শেষ হয়ে গেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।’

সোমবার থেকে পশ্চিমবঙ্গে খুলে গিয়েছে সমস্ত-অফিস কাছারি। ট্রেন বন্ধ থাকায় অফিসে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে অনেকেরই। পথে শিকেয় উঠেছে সোশ্যাল ডিসট্যান্সিং। পথে যাঁরা বেরিয়েছেন তাঁদের অভিযোগ, ট্রেন তো বন্ধ, তার ওপর পর্যাপ্ত বাস নেই। 

আরও পড়ুন : Unlock 1: উদ্বেগের আবহের মধ্যেই রাজ্যে খুলল শপিং মল-রেস্তোরাঁ, যাওয়ার আগে জেনে নিন যাবতীয় নিয়ম…

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest