বিতর্কের আরেক নাম অরিজিৎ সিং, কারন জানার জন্য পড়ুন এই ১০ তথ্য…

২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়াটিলি শো- ফেম গুরুকুলে অংশ নেন অরিজিৎ সিং।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অরিজিৎ সিংকে বর্তমান বলিউড সংগীতের বাদশা বলে মনে করেন অনেকেই। ২০০৫ সালে টেলিভিশন রিয়ালিটি শো ফেম গুরুকুল থেকে তাঁর উত্থান। আর এখন তাঁর কণ্ঠ জয় করেছে শ্রোতাদের হৃদয়। নিচে রইল অরিজিৎ সিং সম্পর্কে ১০টি তথ্য যা হয়ত অনেকেই জানেন না :

১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিতের। মা বাঙালি, বাবা পঞ্জাবি।অরিজিতের বাড়িতে ধ্রুপদী ভারতীয় সঙ্গীতের চর্চার বরাবরের। সেই পরিবেশেই বড় হয়ে উঠেছেন অরিজিত। দিদিমা ক্যাসিক্যাল চর্চা করতেন।মা গান গাওয়ার পাশাপাশি তবলারও তালিম নিয়েছিলেন।

২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়াটিলি শো- ফেম গুরুকুলে অংশ নেন অরিজিৎ সিং। কিন্তু এই রিয়ালিটি শো জেতা তো দূরের কথা ফাইনালেও জায়গা করে নিতে পারেননি অরিজিৎ। ষষ্ঠস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।

এরপর দীর্ঘসময় ধরে মিউজিকে কেরিয়ার তৈরির চেষ্টা শুরু করেন অরিজিৎ।স্ট্রাগলিংয়ের সময় বিশাল-শেখর, প্রীতমের মতো মিউজিক ডিরেক্টরদের সঙ্গে সহকারী মিউজিক প্রোগ্রামার হিসাবে কাজ করেছেন ‘আবাদ-বরবাদ’ গায়ক।

অরিজিতের প্রথম বলিউড ব্রেক ছিল ২০১১ সালের মার্ডার টু ছবি। ‘ফির মহব্বত’ গানের একটি ভার্সন গেয়েছিলেন অরিজিত, তবে কাঙ্খিত সাফল্য মেলেনি।

আরও পড়ুন:  ফের মৃত্যুশোক বলিউডে! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিত মিস্ত্রী

২০১৩ সালে মুক্তি পায় আশিকী টু। এই ছবির ‘তুমহি হো’ গান বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম মাইলস্টোন। এই গানের সুবাদে রাতারাতি তারকা হয়ে যান অরিজিত্ সিং।

সাংবাদিকদের মারধরের অভিযোগে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে অরিজিতকে। ঘটনা ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের। গায়কের ডিভোর্স মামলার শুনানির সময় বহরমপুর আদালতে এক চিত্রসাংবাদিককে হেলমেট দিয়ে মারধর করেছিলেন অরিজিত। যার জেরে বহরমপুর পুলিশের হাতে গ্রেফতার হন এই সংগীত শিল্পী। পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।

মাত্র এক বছরের ব্যবধানে দু-বার বিয়ে করেছেন অরিজিৎ সিং।অরিজিতের প্রথম স্ত্রীর সম্পর্কে বিশেষ কোনও তথ্য মেলে না। জানা যায়, পরিবারের পছন্দের এক মেয়েকে প্রথমে বিয়ে করেছিলেন গায়ক। শোবিজ বা সংগীতের দুনিয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

২০১৪ সালের জানুয়ারি মাসে ছোটবেলার বান্ধবী কোয়েল রায়ের সঙ্গে তারাপীঠ মন্দিরে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারেন অরিজিত। কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুরাই এই বিয়ের খবর জানত।

আরও পড়ুন: ৩৪-এ পা দিলেন অরিজিৎ সিং, রইল বলিউডের ‘মেলোডি কিং’-এর সেরা পাঁচ গান

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest