সুশান্তের বন্ধু সিদ্ধার্থ ও পরিচারক নীরজের বয়ানে ফারাক, ফের জেরা সিবিআইয়ের, আগামীকাল রিয়াকে প্রশ্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবারও সিবিআই ডেকে পাঠাল সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং অভিনেতার পরিচারক নীরজকে। এই নিয়ে এখনও পর্যন্ত নীরজকে মোট তিনবার এবং সিদ্ধার্থকে দু’বার ডেকে পাঠাল সিবিআই।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় কেন্দ্রীয় তদন্তকারী দলটি রয়েছে সেখানে রবিবার সকালেই প্রবেশ করতে দেখা যায় সুশান্তের পরিচারক নীরজকে। অন্যদিকে এর কিছুক্ষণ পরেই  সিদ্ধার্থ পিঠানিকেও জিজ্ঞাসবাদের জন্য সিবিআই ডেকে পাঠায়। সিবিআই সূত্রে খবর, সুশান্ত কাণ্ডের মূল দুই প্রত্যক্ষদর্শী নীরজ এবং সিদ্ধার্থের বয়ানে অসংগতি এবং অমিলগুলিকে খতিয়ে দেখতে  আবারও তাঁদের ডেকে পাঠায় গোয়েন্দা সংস্থা। নীরজের বয়ান অনুযায়ী, সিদ্ধার্থই প্রথম সুশান্তের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন।

আরও পড়ুন: এবার সুরে সুরে লাগবে আবিরের রং! সামনে এল ‘সারেগামাপা’র প্রোমো…

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর পর সিদ্ধার্থ, নীরজ এবং সুশান্তের আর এক কর্মচারী দীপেশকে সঙ্গে নিয়ে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটটিতে পুনরায় যায় সিবিআই টিম। সঙ্গে ছিল কেন্দ্রীয় ফরেন্সিক দলটি। সেখানে সুশান্তের মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে খবর। গতকালও নীরজ এবং সিদ্ধার্থকে নিয়ে সুশান্তের ফ্ল্যাটে গিয়েছিল গোয়েন্দা সংস্থা। সুশান্তের জীবনযাপন কেমন ছিল তা নিয়েই  সিদ্ধার্থকে মূলত আজ সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা যাচ্ছে।

শোনা যাচ্ছে, এর মধ্যেই রিয়া এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে সিবিআই। সূত্রের খবর, রিয়াকে জেরার জন্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সিবিআই। শুধু রিয়াই নয় সিবিআই-এর পরবর্তী তালিকায় রয়েছেন আরও দু’জন। কারা তাঁরা?

শুক্রবার সকালে থেকে তদন্ত শুরু করে সিবিআই।শুক্রবারই সুশান্তের অটোপসি রিপোর্ট খতিয়ে দেখার জন্য এইমস-এর একটি বিশেষজ্ঞদল গড়া হয়। পাঁচ সদস্যের এই দলটির মাথায় রয়েছেন অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত। শিনা বরা বা সুনন্দা পুষ্করের মতো হাই ভোল্টেজ মামলাতেও ময়না তদন্ত হয়েছে তারই নেতৃত্বে। পাশাপাশি শনিবার সুশান্তের ফ্ল্যাটে গোটা ঘটনার পুনর্নির্মাণও করেছে সিবিআই। সেখানে তাঁরা নিয়ে গিয়েছিল সিদ্ধার্থ পিঠানি ও ওই চাবিওয়ালাকে।

আরও পড়ুন: মানবিক মিমি! রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধ, ফেসবুক পোস্ট দেখে ভর্তি করলেন হাসপাতালে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest