Fatafati: chamok hasan new song in abir- ritabhari upcoming movie fatafati

Fatafati: ঋতাভরীর স্বপ্ন বোনার গল্পকে ‘ফাটাফাটি’ সুরে বাঁধলেন চমক হাসান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সম্প্রতি মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘ফাটাফাটি’ ছবির গান ‘ স্বপ্ন বোনার সময় এখন’।  গানটিতে কণ্ঠ দিয়েছেন চমক হাসান। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ও অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহের শেষ নেই দর্শকদের। ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

স্বপ্ন বোনার সময় এখন গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চট্টোপাধ্যায়। চমক নিজেই এক ছবির মিউজিক কম্পোজ করেছেন একই সঙ্গে লিরিক্স লিখেছেন। অরিত্র এই গানের বিষয়ে বলেন, ‘এর আগে চমকের গলায় এই মায়াবী চাঁদের রাতে গানটি দর্শকদের মনে ধরেছিল ভীষণ। তখনই ভেবেছিলাম যে ওর সঙ্গে আবার কাজ করব। আসলে ওর গাওয়া গান যতবার শুনি ততবার ওর কাজের প্রেমে পড়ি।’

আরও পড়ুন: Feluda Series: ফেলুদা এবার কাঠমাণ্ডুতে! প্রকাশ্যে এল মোশন পোস্টার

চমক নিজে এই গানের সম্পর্কে বলেন, ‘আশা করছি বাবা বেবি ও ছবিটির গানটির মতো এই ছবির স্বপ্ন বোনার সময় এখন গানটিও সবার খুব ভালো লাগবে। এটাও সবার মন ছুঁয়ে যাবে বলে আশা করছি।’

সারাক্ষণ হয় সেলাই মেশিনের সামনে। নয় পোশাকের ডিজাইন আঁকছেন। তাঁর পোশাকে সেজে অসুন্দরও আকর্ষণীয়া! বড় পর্দায় ‘ফুল্লরা ভাদুড়ি’ ঋতাভরী। নিজে ভারী চেহারার। কিন্তু তাঁর পোশাকে ভারী চেহারাতেও আলাদা রূপ খোলে। ফুল্লরার স্বপ নিত্য নতুন পোশাক বানানো। আর সেই পোশাকে সুন্দর-কুৎসিত সবাইকে সাজানো। সেলাই-ফোঁড়াই করতে গিয়ে আঙুলে সূঁচ ফুটছে। তাতেও ফুল্লরা ওরফে ঋতাভরীর মোহভঙ্গ হচ্ছে কই? বরং নতুন উদ্যমে সে ঝাঁপিয়ে পড়ছে। ফুল্লরার এই চনমনে ভাব ছড়িয়ে পড়েছে অরিত্রর তৃতীয় ছবি ‘ফাটাফাটি’-তে। গানে গানে ফুল্লরা জানিয়েছে, তার ‘স্বপ্ন বোনার সময় এখন’। এভাবেই ঋতাভরী ‘ফুল্লরা’র স্বপ্ন ছড়িয়ে দিতে চলেছেন দর্শকদের চোখে, মনে।

ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১২ মে।

আরও পড়ুন: Pushpa 2 Poster : চোখে মুখে আগুনের ঝলক, জন্মদিনে ভয়ংকর রূপ আল্লুর!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest