Inspector Nalinikanta To Release On Klikk Ott Teaser Out Now

Inspector Nalinikanta : খুনের নেপথ্যে পরকীয়া? রহস্যের জট ছাড়াতে তৈরি ইন্সপেক্টর নলিনীকান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রহস্যের রোমাঞ্চে ভরা থ্রিলার এলিমেন্টস নিয়ে খুব শিগগিরই আসতে চলেছে সিরিজ ‘ইন্সপেক্টর নলিনীকান্ত।’ ক্লিক  ওটিটি-তে দেখা যাবে এই ওয়েব সিরিজ। ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডুর নির্ভীক সাহসিকতার গল্প বলবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত । সঙ্গে থাকবেন তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক।নলিনীকান্তের চরিত্রে রজতাভ দত্ত।

ঠিক কীভাবে এগোবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ ওয়েব সিরিজের গল্প? কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন। তিনি পরকীয়া জড়ান রোগী নিশার সঙ্গে। বিবাহিত আদিত্য সেন, পনেরো তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর স্ত্রী শর্মিলা পরকীয়ার বিষয় আঁচ পায়।আদিত্যের ফোনে আদিত্যের পেশেন্ট নিশার ফোন ঘন ঘন আসতে থাকে। সেটা দেখতে পারে শর্মিলা। বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য আর নিশার সম্পর্কের বিষয়টা জানত সে। আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। স্ত্রীকে সরাতে খুনের ছক কষে চিকিৎসক।

আরও পড়ুন: চঞ্চল, নিশো, মেহেজাবিন, নুহাশ হুমায়ুন…Chorki Carnival-এ কারা হলেন সেরা?

আদিত্যর এই খুনের ছকে পার্টনার-ইন-ক্রাইম প্রেমিকা নিশা। পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজানো হয় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্রাথমিক ভাবে হত্যায় সফল হয়নি খুনি। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এই গল্প। অফিসার নলিনী কুণ্ডু ইনভেস্টিগেশন করতে এসে চমকে যাওয়া খবর দেবেন আদিত্যকে। কে করল এই খুন? নলিনী কি ধরতে পারবে আসল অপরাধীকে?

তদন্তে নেমে উঠে আসে একের পর এক রহস্য। যাকে মৃত ভেবে নিশ্চিন্তে ছিলেন আদিত্য সেই শর্মিলার ক্ষেত্রেও ঘটে যায় অনবদ্য এক টুইস্ট। এ নিয়ে এগতে থাকে সিরিজের গল্প। নলিনী কি বুঝতে পারবে আদিত্য খুনি, নাকি আদিত্য আদপে খুনটাই করেননি? এ নিয়েই ক্লিকে আসতে চলেছে সিরিজ ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’। সিরিজের পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়। কাহিনীকার সৌমিক ও অয়ন ভট্টাচার্য। চিত্রনাট্য ও সংলাপ লিখন রুদ্র। রজতাভ দত্ত ছাড়াও গল্পের অ্যান্টাগোনিস্ট ওরফে আদিত্যের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। তাঁর স্ত্রী শর্মিলা সেনের চরিত্রে দেখা গিয়েছে মিশকা হালিমকে। অন্যদিকে নিশার চরিত্রে রয়েছেন রূপসা।

আরও পড়ুন: XXX বিতর্ক: যুব সমাজকে কলুষিত করছেন! একতা কাপুরকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest