Moheener Ghoraguli Singer Bapi Das Passes Away

Moheener Ghoraguli: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত ‘মহীনের ঘোড়াগুলি’-র বাপিদা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র ‘বাপিদা’ ওরফে তাপস দাস। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যানসারে। চিকিৎসাও চলছিল তাঁর। চিকিৎসার খরচ জোগাতে বাপিদার পাশে এসে দাঁড়িয়েছিলেন দুই বাংলার শিল্পীরা। রবিবার শেষ হল লড়াই। শেষ নিশ্বাস ত্যাগ করলেন মহীনের অন্যতম ঘোড়া।

‘মহীনের ঘোড়াগুলি’ তাপস দাস ওরফে বাপিদার দেহে থাবা বসিয়েছিল কর্কট রোগ। ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। এদিকে শিল্পীর আকাশছোঁয়া চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। সেই সময় তাঁর পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বাপিদাকে ভর্তি করা হয়েছিল SSKM হাসপাতালে। সেখানে চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তাঁকে দেওয়া হচ্ছিল কেমো থেরাপিও। এদিকে প্রিয় তারকার চিকিৎসার জন্য টাকা জোগাতে এগিয়ে এসেছিল ভক্তরাও।

আরও পড়ুন: Shah Rukh Khan: গিনেস বুকে নাম তুললেন শাহরুখ, উদযাপন করলেন মন্নতের ছাদে

‘বাপিদা’র অসুস্থতার খবর শোনামাত্রই তাঁর পাশে এসে দাঁড়ান শহরের সঙ্গীতশিল্পীরা।‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’, শিল্পীর চিকিৎসার খরচ জোগাতে একাধিক কনসার্টের আয়োজন হয় শহরেই। পরে অবশ্য তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল শিল্পীর।

চিকিৎসার ক্ষেত্রেও দীর্ঘ লড়াই করেছেন বাপিদা। ক্যানসার শরীরে থাবা বসিয়েছিল। নাকে লাগানো রাইলস টিউব। সেই অবস্থাতেই হুইলচেয়ারে বসে ‘ভালোবাসি জোৎস্নায়…’ গেয়ে উঠেছিলেন বাপিদা। চোখে জল ভক্তদের।তিনি এই লড়াটা লড়বেন এবং জিতবেন, এমনটাই মনে প্রাণে বিশ্বাস করছিলেন তাঁরা। কিন্তু, গত কয়েকদিন ধরেই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। রবিবার সকালে সকলকে কাঁদিয়ে চলে যান তিনি। সেই দুঃসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রূপম। ভারাক্রান্ত হৃদয়ে তাঁর পোস্ট, “সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপিদা সশরীরে তুমি আর নেই। কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।”

আরও পড়ুন: Jawan Update: ছবিমুক্তির বাকি আড়াই মাস! তার আগেই ফাঁস শাহরুখের ‘জওয়ান’-এর গুরুত্বপূর্ণ দৃশ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest