কালো পোশাকে নুসরত ঠিক যেন ‘রাতপরী’, ভাইরাল ‘বাথটাব’ ফটোশ্যুট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: কালো পোশাকে যেন ‘রাতপরী’ হয়ে উঠেছেন নুসরত জাহান। অনুরাগীরা বলছেন, “দেখে যেন চোখ ফেরানোই দায় হয়ে উঠেছে!” সম্প্রতি বাথটবে একটি ফটোশুট করিয়েছেন অভিনেত্রী। সেই শুট থেকেই কয়েকটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যা নেটদুনিয়ায় এখন ভাইরাল।

লকডাউনে বাড়িতে সময়টা নেহাত মন্দ কাটেনি অভিনেত্রী তথা তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহানের (nusrat jahan)। শুরুর দিকে স্বামী নিখিল জৈন সহ পরিবারের মানুষদের জন‍্য নিত‍্যনতুন রান্না, ফটোশুট, টিকটক নিয়েই মেতে ছিলেন তিনি। পরে অবশ‍্য বাড়ি থেকেই অনলাইন ভিডিও কলের মাধ‍্যমে খোঁজখবর নিয়েছেন বসিরহাটের পরিস্থিতির। নিজে ছুটেও গিয়েছেন সাধারন মানুষের দুঃখ দুর্দশা দেখতে, তাদের পাশে দাঁড়াতে।

তবে নুসরত যাই করুন না কেন, ট্রোল তাঁর নিত‍্যসঙ্গী। সোশ‍্যাল মিডিয়ায় বহুবার বহু কাজের জন‍্য সমালোচিত হয়েছেন তিনি। এমনকি এখনও টিকটক বয়কট করা নিয়ে মন্তব‍্য করার জন‍্য তুমুল ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রী সাংসদকে। তবে এসব নিয়ে কোনওদিনই বিশেষ মাথা ঘামাননি তিনি। সেকথাই প্রমাণ করলেন আবারও।

https://www.instagram.com/p/CCNP41cHz4z/

আরও পড়ুন: প্রকাশ্যে সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র নতুন পোস্টার, আগামীকাল মুক্তি পাবে ট্রেলার

বাড়িতেই এখনও ফটোশুট চালিয়ে যাচ্ছেন নুসরত। সম্প্রতি তারই বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে বাথটাবে বসে রয়েছেন অভিনেত্রী। পরনে জিন্স ও কালো টপ। হালকা মেকআপে অসাধারন মোহময়ী লাগছে নুসরতকে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই অভিনেত্রী খবরের শিরোনামে। TikTok অ্যাপ নিষিদ্ধ হওয়া নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সাংসদ-অভিনেত্রী। চিনা অ্যাপের স্বদেশি বিকল্প চেয়ে একপ্রকার নেটিজেনদেরই রোষানলেই পড়তে হয়েছে তাঁকে। “TikTok নিষিদ্ধ করলেই কি ইন্দো-চিন সমস্যার সমাধান হবে? প্রধানমন্ত্রীর চিন সফর থেকেই বা আমরা কী পেলাম?” প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন নুসরত। তবে, সংবাদমাধ্যমের কাছে অ্যাপ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করাকালীন “নাসা থেকে লোক নিয়ে এসে সমস্যা সমাধান করার” বেফাঁস মন্তব্য করেই বিপাকে পড়েন তিনি।

https://www.instagram.com/p/CCQlX5enF9t/

তবে এই ব‍্যান নিয়ে তাঁর কোনও অসুবিধা নেই বলেই মন্তব‍্য অভিনেত্রীর। দেশের সুরক্ষার জন‍্য এই সিদ্ধান্ত হলে কোনও অভিযোগ থাকার কথাও নয়। কিন্তু যেসব চিনা সংস্থা ইতিমধ‍্যেই দেশে বিনিয়োগ করেছে তাদের কি হবে? যারা দেশে চিনা দ্রব‍্য আমদানি রফতানির কাজ করেন তারাই বা কি করবেন? প্রশ্ন তোলেন নুসরত।

আরও পড়ুন: মাতৃবিয়োগের পরদিনই শুটিংয়ে কাঞ্চন মল্লিক, অভিনেতাকে কুর্নিশ টলিপাড়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest