ICC Women’s T20 World Cup: ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেল অজিরা। শেষ চারের লড়াইয়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়া ৫ রানে হারিয়ে দিল প্রোটিয়াদের।

এদিন অধিনায়ক মেগ ল্যানিংয়ের দুরন্ত ৪৯ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৪৯ রান করে অজিরা। এরপরেই শুরু হয় বৃষ্টি। ১৩ ওভারে ৯৮ রানের টার্গেট পায় প্রোটেয়েরা। কিন্তু ৯২ রানের বেশি তুলতে পারেনি তাঁরা। লরা উলভডার্টের অনবদ্য ৪১ বৃথা গেল।রবিবার মেলবোর্নে ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ লিগে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে হরমনপ্রীতের দল।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা, প্রথমবার ফাইনালে ভারত

সিডনির যে মাঠে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল দুর্ভাগ্যজনকভাবে বাতিল হল, সেই মাঠেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচটি। এর আগে সব ম্যাচ জিতে গ্রুপ লিগে শীর্ষে থাকার সুবাদে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে চলে গেল ভারত। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে ভারতের সেমিফাইনাল বৃষ্টির জন্য শুরুই হতে পারেনি। কোনও রিজার্ভ দিন না থাকায় টুর্নামেন্টের ফাইনালে চলে গেল ভারত।

আরও পড়ুন: লোকসভায় অভব্যতার অভিযোগ, বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest