Accident: 16 Army jawans killed as vehicle falls into gorge in Sikkim

Accident: উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে ট্রাক, নিহত ১৬ জওয়ান, গুরুতর আহত ৪

উত্তর সিকিমের লাচেনে পিছলে খাদে (Accident) পড়ে গেল বাস। এই ঘটনায় ওই বাসে থাকা ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৪ জন। বাসটিতে ২০ জন সেনা জওয়ান ছিলেন।

জানা গিয়েছে, নিহত সেনাকর্মীদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সিপাহী ছিলেন। এক বিবৃতি প্রকাশ করে নিহত সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৩ ডিসেম্বর উত্তর সিকিমের জেমায় ১৬ জন বীর সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি তিনটি যানের কনভয়ের অংশ ছিল। চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল কনভয়টি। কনভয়ের গন্তব্য ছিল জেমা। যাত্রাপথে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।’

আরও পড়ুন: New Delhi: স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলেকে ছুঁড়ে ফেলে তিনতলা থেকে ঝাঁপ স্বামীর

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, ঘটনার খবর পেয়ে অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে সেনা। চার সেনা জওয়ানকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদেরকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বিবৃতিতে বলা হয়, ‘এই গভীর শোকের সময় ভারতীয় সেনা এই বীর জওয়ানদের পরিবারের সঙ্গে রয়েছে।’

টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘জাতি তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা; আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন: Gujarat: হাসপাতালের আলমারি থেকে উদ্ধার মায়ের দেহ! মৃত মেয়ে পড়ে বেডের নীচে