Budget-2023 : gold to get costlier, mobile phones to get cheaper

Budget-2023: আরও দামি হচ্ছে সোনা-রুপোর গয়না, সস্তা হচ্ছে মোবাইল-টিভি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাজেটে সোনা, প্ল্যাটিনাম, রূপোর উপর আমদানি শুল্ক বাড়ছে। কম্পাউন্ডেড রবারের উপর আমদানি শুল্ক বাড়ল। সিগারেটের উপর কর বাড়ছে। ফলে বাড়বে দাম। করে ছাড়। দাম কমবে ইলেকট্রিক গাড়ি। দাম কমতে পারে বায়োগ্যাসের। মোবাইলের যন্ত্রাংশের, টেলিভিশনের যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ক্যামেরার লেন্স, ব্যাটারি, খেলনা শুল্কে ছাড়। কমতে দেশে তৈরি মোবাইলের দাম। কিচেন চিমনির উপর কর ছাড়। শিল্পে ব্য়বহৃত অ্যালকোহলে কর ছাড়।

  • মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট চালু। সর্বোচ্চ জমার পরিমাণ ২ লক্ষ।রাখতে হবে ২ বছর। তাহলে সেভিংসে সুদের হার ৭.৫ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংসে বিনিয়োগ বেড়ে ৩০ লক্ষ। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যাবে। এতদিন ৯ লক্ষ টাকা রাখা যেত।

আরও পড়ুন: Hindenburg: ‘জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুটছেন’! আদানির আক্রমণের পালটা হিন্ডেনবার্গের

  • ব্যাংকে বারবার কেওয়াইসি দেওয়া বন্ধ করতে বিশেষ ব্যবস্থা। ঠিকানা-পরিচয়পত্র সংশোধন আরও সহজ।  প্য়ান কার্ড ব্যবহৃত হবে সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। সমস্ত ডিজিটাল সরকারি এজেন্সিতে প্যান ব্যবহার বাধ্যতমূলক।
  • আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ থেকে বেড়ে হল ৭ লক্ষ। আয়করের হারও বদলাল। ০-৩ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩-৬ লক্ষ আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬-৯ লক্ষে আয়ক ১০ শতাংশ। ৯-১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ।
  • ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি খোলা হবে শিশুদের জন্য। পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে লাইব্রেরি খুলতে রাজ্যগুলিকে উৎসাহ দেওয়া হবে। যাতে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সবস্তরের মানুষ ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন: Haifa Port: ৯৮১ কোটি টাকায় ইজরায়েলের বন্দর অধিগ্রহণ আদানির, হস্তান্তর অনুষ্ঠানে হাজির নেতানিয়াহু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest