I invite CBI to come home, count my pairs of shoes : Mahua Moitra

Mahua Moitra: এবার কি আমার বাড়িতে সিবিআই? চাইলে জুতো গুনে আসতে পারে : মহুয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এ বার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, কবে এবং কোথায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ঘুষ নিয়েছিলেন, তার যাবতীয় তথ্য তাঁর কাছে আছে। এমনকি, সেই ঘুষের অঙ্কও তিনি পেয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া লিখেছিলেন, ‘সিবিআই বা সংসদের এথিক্স কমিটি যে ডাকুক, যবে ডাকবে তাদের জবাব দেব। তার আগে আদানি-নির্দেশিত সংবাদমাধ্যম কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর কোনও সময় কিংবা আগ্রহ কোনওটাই নেই।’

আরও পড়ুন: Durga Puja: নীল-সাদা বাসেই বনেদি বাড়ির ঠাকুর দেখাচ্ছে রাজ্য

 

পাশাপাশি মহুয়া আরও লিখেছেন ‘আমি এখন নদিয়ায় দুর্গাপুজো উপভোগ করছি।’শনিবার সিবিআইকে কার্যত ঠেস মেরেই আক্রমণ করলেন মহুয়া। তাঁর বলার ধরনেই তিনি স্পষ্ট করে দিতে চান সিবিআইকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। সিবিআইকে ঠেস মেরে মহুয়া লিখেছেন, ‘এখন যদি CBI আমার বাড়িতে তল্লাশি চালাতে আসে তবে তাদের আমার বাড়ি গিয়ে ক জোড়া জুতো আছে তা গোনা ছাড়া আর কাজ থাকবে না।’ এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন, ‘আমার বাড়িতে CBI হানা দিতে পারে বলে শুনেছি। আমি এখন দুর্গাপুজো নিয়ে ব্যস্ত রয়েছি। এই মুহূর্তে CBI যদি আমার বাড়িতে আসে তবে আমার জুতো গোনা ছাড়া আর কোনও উপায় থাকবে না। আমি CBI-কে জুতো গোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

আরও পড়ুন: Supreme Court : সদ্যোজাত খুনে সাজাপ্রাপ্ত মহিলাকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট

শনিবার মহুয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘‘এনআইসি সব তথ্য প্রকাশ করে দেখাক যে, যখন ব্যক্তিগত সচিব, গবেষক, ইন্টার্ন বা কর্মীরা সাংসদদের আইডি ব্যবহার করেন, তখন সেখানেই উপস্থিত থাকেন তাঁরা। তা বলে ভুয়ো ডিগ্রিধারীদের ব্যবহার করবেন না। আসল সত্য প্রকাশ্যে আনুন।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest