Mother Dairy hikes milk price by Rs 2 per litre from tomorrow

Mother Dairy: আবারও অনেকটাই দাম বাড়ছে দুধের, নতুন রেট কত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের একবার দুধের দাম বৃদ্ধি করল মাদার ডেয়ারি ৷ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে মাদার ডেয়ারির দুধের দাম ২ টাকা করে বাড়তে চলেছে ৷ চলতি বছরে এই নিয়ে পাঁচবার দুধের দাম বৃদ্ধি করার ঘোষণা করল মাদার ডেয়ারি ৷

মঙ্গলবার মাদার ডেয়ারি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ফুল ক্রিম, টোনড আর ডাবল টোনড দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়াতে চলেছে তারা। তবে সারা দেশে নয়, দিল্লিতেই বুধবার থেকে বাড়তি দামে মিলবে মাদার ডেয়ারির দুধ। দিল্লিতে প্রতি দিন প্রায় ৩০ লক্ষ লিটার মাদার ডেয়ারি দুধের চাহিদা আছে। বুধবার থেকে দিল্লিতে ৬৪ টাকার পরিবর্তে ৬৬ টাকায় মিলবে মাদার ডেয়ারি ফুল ক্রিম দুধ, টোনড দুধের দাম ৫১ টাকা থেকে বেড়ে হবে ৫৩ টাকা আর ডবল টোনড দুধের দাম ৪৫ টাকা থেকে বেড়ে হবে ৪৭ টাকা।

আরও পড়ুন: Accident: উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে ট্রাক, নিহত ১৬ জওয়ান, গুরুতর আহত ৪

সংস্থার তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুগ্ধশিল্পের জন্য এ বছরটা নজিরবিহীন। উৎসবের মরসুম শেষ হয়ে যাওয়ার পরেও সাধারণ গ্রাহক ও প্রতিষ্ঠানগুলির কাছে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। অথচ কাঁচা দুধের উৎপাদন হার সেই তুলনায় বাড়েনি। বিশেষ করে দিওয়ালির পরে গ্রাহকের চাহিদা পূরণ করতে বেশ হিমসিম খেতে হচ্ছে।’’

দেশের আর পাঁচটা বড় শহরে দুধের দাম বাড়বে কি না, সেই নিয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Covid Rules: মাস্ক বাধ্যতামূলক হল এই রাজ্যে, বর্ষবরণ নিয়েও কড়াকড়ি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest