টিকটক চুক্তিতে সমর্থন প্রেসিডেন্ট ট্রাম্পের, আমেরিকায় বহাল পরিষেবা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রথমে চিনা ভিডিও অ্যাপ টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় পরিষেবা চালু রাখতে হলে কোনও মার্কিন সংস্থার কাছে বেচে দিতে বলেছিলেন। পরে তা নিয়েও জটিলতা তৈরি হয়। সংশয় তৈরি হয়েছিল, তেমন কোনও পদক্ষেপ করলেও তাতে মার্কিন প্রেসিডেন্ট সম্মতি দেবেন কি না।

২০ সেপ্টেম্বর তাঁর দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প জানিয়ে দিলেন, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে টিকটক বা তার মূল সংস্থা বাইটড্যান্স যে চুক্তি করতে চলেছে, তাতে তাঁর সমর্থন রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, বাইটড্যান্স, মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল এবং ওয়ালমার্ট হাত মিলিয়ে একটি নতুন সংস্থা তৈরি করবে। আমেরিকায় টিকটক-এর কাজকর্ম পরিচালিত হবে নতুন সংস্থার মাধ্যমে। নাম হবে টিকটক গ্লোবাল।

আরও পড়ুন : ‘গণতন্ত্রকে হত্যা করেছে BJP, জারি থাকবে প্রতিবাদ’,৮ সাংসদের সাসপেনশন নিয়ে মুখ খুললেন মমতা

নতুন ওই অংশীদারিত্বের চুক্তিতে প্রস্তাব রাখা হয়েছে, ওরাকল (Oracle) টিকটকের প্রযুক্তি অংশীদার হবে এবং ওয়ালমার্টকে (Walmart) ব্যবসায়িক অংশীদার হিসাবে যুক্ত করা হবে, যা টিকটক গ্লোবাল নামে পরিচিতি পাবে। এর সদর দফতর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

বাইটড্যান্সের মতে, মূল সংস্থাটি টিকটক গ্লোবালের কাছে কোনও অ্যালগরিদম বা প্রযুক্তি হস্তান্তর করবে না, তবে ওরাকল টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কোডটিতে সুরক্ষা পরিচালনা করতে পারবে। রবিবার বাইটড্যান্স চিনা গ্লোবাল টাইমস পত্রিকায় জানিয়েছে,ওরাকল এবং ওয়ালমার্টের সঙ্গে চুক্তির হিল নিয়ে আরও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর বিষয়টিও অস্বীকার করছে না।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, ওয়ালমার্ট, ওরাকল-এর সঙ্গে টিকটক সংস্থা বাইটডান্সের যে চুক্তির কথা চলছে তা তিনি সমর্থন করছেন। আমেরিকায় টিকটকের পরিষেবা চলবে ‘টিকটক গ্লোবাল’ নামে। যা পরিচালনার সিংহভাগ দায়িত্ব থাকবে ওরাকল এবং ওয়ালমার্টের হাতেই।

আরও পড়ুন : করোনা আক্রান্ত ৫৪ জন সন্ন্যাসী, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest