শেষ হল ট্রাম্প যুগ, ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন Joe Biden, উপ রাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতীক্ষার অবসান, যাবতীয় বিতর্কের ইতিও বটে। ভারতীয় সময় বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বাইডেন (Joe Biden)। প্রথম মহিলা হিসেব উপ রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ভারতীয় বংশোম্ভুত কমলা হ্যারিস (Kamala Harris)। যথারীতি শপথ গ্রহণ অনুষ্ঠানে গরহাজির থাকলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

কোভিড বিধিনিষেধ মেনে ছিমছাম অনুষ্ঠানে আগামী চার বছরের জন্য এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন ৭৮ বছর বয়সী জো বাইডেন। ভারতীয় সময় রাত ১০.২৫ নাগাদ মার্কিন রাজনীতিতে সূচনা হল বাইডেন যুগের। পাশেই বাইবেল হাতে দাঁড়িয়ে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকা-সহ সারা বিশ্বের উদ্দেশে বাইডেন বললেন, “আত্মা দিয়ে আমেরিকা গড়ব।” শুধু তাই নয়, একতার মাধ্যমে সব বাধা পেরিয়ে নতুন আমেরিকা গড়ার স্বপ্নে পথ চলা শুরু করলেন বাইডেন-কমলা।

নিরাপত্তা কোনও খামতি ছিল না। জাতীয় রক্ষীরা ঘিরে ফেলেছিলেন গোটা ওয়াশিংটন। তার মধ্যেই বাইডেনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হল। শপথ নিয়েই জো বলেন, “আমি সব আমেরিকাবাসীর প্রেসিডেন্ট।” করোনা মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যের অবসান। এই ৪ মূল লক্ষ্যে ঝাঁপাবেন জো-কমলা। আর এই লক্ষ্যপূরণে বাইডেনের হাতিয়ার একতা।

জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলির সমালোচনা উঠে এসেছিল, বুধবার আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর সেই সব আইনের বেশ কয়েকটিতে পরিবর্তন আনার বিষয়ে সই করলেন জো বাইডেন। বেশ কয়েকটি নতুন প্রস্তাবনা এনে ট্রাম্পের নেওয়া একাধিক সিদ্ধান্ত বাতিল করলেন তিনি। বললেন, “নষ্ট করার মতো সময় নেই।”

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, হাসপাতালে অবরুদ্ধ রোগীরা, মৃত কমপক্ষে ৭

বাইডেন জানিয়েছেন, ‘‘আমি যে বিষয়গুলিতে আজ সই করব, সেগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ বিষয়ক লড়াইয়ে আমেরিকার ভূমিকা, করোনার বিরুদ্ধে লড়াই, বর্ণবৈষম্য ও পিছিয়ে পড়া মানুষদের হয়ে কাজ করতে সাহায্য করবে। তবে এটাকে কেবল মাত্র একটা সূত্রপাত বলা যেতে পারে।”

করোনা বিষয়ে ট্রাম্পের মতো বেপরোয়া না হয়ে সাবধানী হতে চাইছেন বাইডেন। তিনি হোয়াইট হাউজে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছেন। পাশাপাশি সরকারি সমস্ত ক্ষেত্রেই কর্মীদের এই নিয়ম মেনে চলতে হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও সাময়িক ভাবে বন্ধ রাখছেন বাইডেন।

বাইডেন স্বাক্ষরিত নির্দেশনামার মধ্যে রয়েছে, প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকার ফিরে যাওয়ার কথা। এ ছাড়াও জলবায়ুর পরিবর্তনকে অতিরিক্ত গুরুত্বের সঙ্গে দেখতে তৈরি হচ্ছে বাইডেন প্রশাসন।

দীর্ঘ বিতর্কের পর মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য যে জরুরি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, প্রথম দিনেই তা বাতিল করেছেন জো বাইডেন। পাশাপাশি, আমেরিকায় পৃথিবীর অন্যতম প্রধান মুসলিম দেশগুলিতে যাওয়া-আসা নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটিও তুলে দিয়েছে বাইডেন। এ ছাড়াও মার্কিন সেনাবাহিনীতে রূপান্তরিতদের চাকরি করার বিষয়ে এত দিন ধরে যে নিষেধাজ্ঞা ছিল, বাইডেনের আমলে সেটা থাকছে না।

আরও পড়ুন: শিরায় শিরায় বেড়ে উঠছে Magic Mushroom! মৃত্যু মুখে যুবক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest