Mamata Banerjee Inaugurates Panic Button In Cars In Women Safety

Mamata Banerjee: নারী সুরক্ষায় গাড়িতে প্যানিক বাটনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, জানুন কীভাবে কাজ করবে?

কলকাতাকে আরও নিরাপদ করতে এবার সব বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এই সিস্টেমের মাধ্যমে বিপদে পড়লেই প্যানিক বাটন টিপে লালবাজারে পাঠানো যাবে বিপদ সঙ্কেত। সোমবার আলিপুরে পরিবহণ দফতরের অনুষ্ঠানে এই পরিষেবা সংক্রান্ত অ্য়াপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “পরিবহণ দপ্তর ও পুলিশ মিলে মা-বোনেদের নিরাপদ রাখার জন্য এই পরিষেবা চালু হল। কিছু দুষ্টু লোক তো সব জায়গায় আছে। এই অ্যাপের মধ্যে দিয়ে সব গাড়িকেই পুলিশ ও পরিবহণ দপ্তর লক্ষ্য রাখবে কোথাও কোনও মেয়েদের উপর কোনও অত্যাচার হচ্ছে কি না।”

আরও পড়ুন: Modi-Mamata Meet : ৩০ ডিসেম্বর রাজ্যে এলেও জনসভায় ‘না’ প্রধানমন্ত্রীর, হতাশ গেরুয়া শিবির

তিনি আরও জানান, “কোনও কিছু গড়বড় হলেই প্যানিক বাটনটা বাজবে। পরিবহন দপ্তর ও পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে কানেক্টেড থাকবে।” আপাতত ১০০০ বাস, ট‌্যাক্সি, ক‌্যাবে এই প্রযুক্তি বসানো হয়েছে। তবে ধীরে ধীরে সব গাড়িতেই তা বসাতে হবে। নচেৎ সেই গাড়ির সিএফ বা ফিট সার্টিফিকেট মিলবে না।

কীভাবে কাজ করবে এই লোকেশন ট্র্যাকিং সিস্টেম?

  • গাড়িতে থাকাকালীন কোনও বিপদের আশঙ্কা বুঝলেই পুশ করা যাবে ইনস্টল করা প্যানিক বাটন।
  • সঙ্গে সঙ্গে বিপদসংকেত চলে যাবে লালবাজার, পরিবহন দফতর ও স্থানীয় থানায়।
  • ফলে দ্রুত গাড়ির লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে পুলিশ।

আরও পড়ুন: Weather Today: রবিবারও জবুথবু কলকাতা, জেলায় জেলায় হাড় কাঁপাবে শৈত্যপ্রবাহ