Man conceals gold in double-layered pants

প্যান্টের কাপড়ের ভাঁজে সোনাপাচারের নয়া কৌশল, বিমানবন্দরে ধরা পড়ে গেলেন যাত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেরলের কান্নুর বিমানবন্দর থেকে উদ্ধার হল ৩০২ গ্রাম সোনা। সোমবার সকালে কান্নুর বিমানবন্দরের কাস্টমস থেকে ধরা পড়ে এই সোনা। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এক অভিনব কায়দায় এই সোনাপাচার করছিল এক ব্যক্তি।

এর আগে বহুবার দেখা গেছে, সোনার বিস্কুট বা সোনার গয়নার মাধ্যমে বিমানবন্দর থেকে সোনা পাচার করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল, এক ব্যক্তি তার প্যান্টের কাপড়ের সঙ্গে আরও একটি কাপড় যোগ করেছে। সেই দুই কাপড়ের স্তরের মধ্যে করেই সোনাকে পেস্টে পরিণত করে পাচার করছিল সে।

আরও পড়ুন : রাজ্যের মুকুটে নয়া পালক, কন্যাশ্রী-রূপশ্রী-লক্ষ্মীর ভাণ্ডারকে অর্থ দিতে পারে World Bank

সোনার পেস্ট ওই দুই কাপড়ের স্তরে লাগিয়ে রাখা ছিল। যাতে বাইরে থেকে দেখলে কিছু বোঝা না যায়। বিমানবন্দরের কাস্টমসে ওই ব্যক্তিকে আটক করার পর তার প্যান্ট চিড়ে দেখা যায়, প্যান্টের উপর থেকে নীচে পর্যন্ত হলুদ পেস্ট লাগানো রয়েছে। পরে পরীক্ষা করে জানা যায় যে, ওটি সোনার পেস্ট। ওজন করে দেখা যায়, সেখানে প্রায় ৩০২ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ১৪ লক্ষ টাকা। এই অভিনব কায়দায় সোনাপাচারের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়।

আরও পড়ুন : Tokyo Paralympics: মুখ পুড়ল ভারতের! যোগ্যতা ভাঁড়ানোয় ডিসকাসের ব্রোঞ্জ কেড়ে নেওয়া হল বিনোদের থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest