Tweet war between BJP leader Anirban and Kunal Ghosh

তৃণমূল সাংসদ জহরের পাশে ‘শিম্পাঞ্জি ’, বিজেপি নেতার পোস্টকে ‘সেলফি’ বলে মোক্ষম খোঁচা কুণালের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সদ্য নির্বাচিত তৃণমূলের সাংসদ জহর সরকার বুধবার শপথ নিয়েছেন রাজ্যসভায়। সেই ছবির পাশে শিম্পাঞ্জির ছবি লাগিয়ে টুইট করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর তার জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অনির্বাণের ওই ছবি বাছাইকে কুণালের কটাক্ষ, শিম্পাঞ্জির ছবিটা সেলফি মোডে তোলা অনির্বাণেরই। সেই সঙ্গে অনির্বাণকে ‘বানরসেনার একজন’ বলেও আক্রমণ করেছেন কুণাল।

দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পরে ওই পদ শূন্য হয়। সেই পদে সদ্যই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন প্রাক্তন আমলা জহর। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই দিল্লি যান। বুধবার বাদল অধিবেশনের মধ্যেই ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেন।

এর পরেই বিধানসভা নির্বাচনে বোলপুরে পরাজিত বিজেপি প্রার্থী অনির্বাণ টুইট করেন। জহরের দু’টি ছবি দেন তিনি। একটি শপথগ্রহণের ও অন্যটি রাজ্যসভার নথিতে স্বাক্ষর করার। দু’টি ছবির পাশেই আমলার পোশাকে কাছাকাছি ভঙ্গিতে শিম্পাঞ্জির ছবি দিয়েছেন। কেন এমন পোস্ট তার ব্যাখ্যা না দিয়ে তিনি শুধু লিখেছেন, ‘নবাগত’।

আরও পড়ুন : হাঁটুজলে দাঁড়িয়ে আমতায় বন্যা দেখলেন মমতা, কথা বললেন দুর্গতদের সঙ্গেও

আরও পড়ুন : সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গেলেন দীপক পুনিয়া, লড়বেন ব্রোঞ্জের জন্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest