মুর্শিদাবাদে বাজ পড়ে ৬ জনের মৃত্যু, শনিবার কলকাতায় ঝড় বইল ঘণ্টায় ৮১ কিমি বেগে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: শনিবার মুর্শিদাবাদ জেলায় বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বিহার- উত্তর প্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ।শনিবার দুপুরে জেলার সাগরদিঘিতে বাজ পড়ে ১ মহিলাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জম। ভরতপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের। 

পুলিশ জানিয়েছে, সাগরদিঘিতে বেগুন ক্ষেতে কাজ করছিলেন এক মহিলাসহ ৫ জন শ্রমিক। ঝড়বৃষ্টিতে ক্ষেতের ভিতর পাম্পঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। তখন সেই পাম্পঘরের ওপর বাজ পড়ে। বজ্রাঘাতে মৃত্যু হয় সমর মণ্ডল (৩০), ভারতী মণ্ডল (৪০), শিবরাম মাহাতো (৪৫)। আহত হয়েছেন তেতরি মাহাতো ও রাজবুলা মণ্ডল নামে আরও ২ জন।

আরও পড়ুন : কাটল না জট! ভাতায় অখুশি, বাসভাড়া বাড়ানোর দাবিতেই অনড় মালিকরা

ভরতপুরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনের ওপর বাজ পড়ে। ঝড়বৃষ্টি থামলে মাঠে গিয়ে দেহগুলি উদ্ধার করেন গ্রামবাসীরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন ইমতেয়াজ আলম (১৯), মোতিচাঁদ আলি (৩৭) ও শেফালি শেখ (৫৫).

কলকাতায় ঘণ্টায় ৮১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর। 

আরও পড়ুন : আত্মনির্ভরতার গপ্পো শুনিয়ে কয়লাশিল্পে FDI এর কথা নমোর ,মনে করালেন মমতা

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest