Lockdown 3.0: বাংলায় ফিরতে কীভাবে ‘এন্ট্রি পাস’-এর আবেদন জানাবেন, দেখে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: লকডাউনের জেরে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন এই রাজ্যের অনেক বাসিন্দা। তাঁদের ফেরার জন্য এবার নয়া ‘এন্ট্রি পাস’ চালু করল রাজ্য সরকার।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশোনার সূত্রে, চিকিৎসাজনিত কারণ বা বেড়াতে গিয়ে বাংলার অনেক বাসিন্দা ভিনরাজ্যে আটকে পড়েছেন। তাঁদের সঙ্গে ছোটো গাড়ি বা বাস থাকলে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। সেজন্য ‘এন্ট্রি পাস’ চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে গিয়ে পাসের জন্য আবেদন করতে হবে। তবে রাজ্যে ঢোকার আগে বাধ্যতামূলকভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান স্বরাষ্ট্রসচিব।

আবেদনের প্রক্রিয়া :

১) পশ্চিমবঙ্গ সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে যান।

২) স্ক্রিনের ডানদিকে ‘Entry Pass (one way pass for entering West Bengal)’-এ ক্লিক করুন।

৩) নয়া একটি স্ক্রিন খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে Register/ Apply-এ ক্লিক করুন।

৪) নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে Send OTP করুন। আপনার ফোনে একটি Password যাবে।

আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনা কাণ্ডে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

৫) তা দিয়ে এই পেজে গিয়ে লগইন করুন।

৬) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, আপনার সঙ্গে কেউ এলে তাঁর সম্পর্কে তথ্য দিন।

৭) তারপর তিনটি চেক বক্সে টিক দিন। ড্রপডাউন থেকে Agree করুন।

৮) তারপর Submit করুন। আপনার আবেদন পেয়ে যাবে রাজ্য।

আরও পড়ুন: এ বার করোনার হানা ‘গোপী বহু’ দেবলীনার বাড়িতে, সিল করা হল আবাসন

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest