৮২ বছর পর দেখা মিলল রেড কোরাল কুকরি স্নেকের, দেখে নিন ছবি, তোলপাড়া নেটপাড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: করোনার কারণে কেবল সংকটে দিন কাটাচ্ছে মানুষ। বাকি সকলে ভালই আছে। অকারণে তাদের জগতে মানুষের অনধিকার প্রবেশ নেই। ফলে োর প্রত্যকে ভালো আছে। ভালো আছে প্রকৃতিও।

 লকডাউন পর্বে নিস্তেজ হয়ে যাওয়া শহরে বিনা চিন্তায় হেঁটে বেড়াতে দেখা গিয়েছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দলকে । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । লকডাউনে দূষণও কমেছিল উল্লেখযোগ্য হারে । আর সেই সঙ্গে বেড়েছে বন্যপ্রাণীদের বিচরণও ।

এমন সব প্রাণীর দেখা এখন মিলছে, যাদের সচরাচর দেখা যায় না। লাল সাপ তেমনই একটি প্রজাতি।

আরও পড়ুন : নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য দানের ঘোষণা নমোর, ইঙ্গিতেও নাম করলেন না চিনের

উত্তরপ্রদেশে দেখা মিলল অতি বিরল লাল সাপের । যাকে বলা হয় রেড কোরাল কুকরি স্নেক । লখিমপুর খেরির দুধয়া জাতীয় উদ্যানে সাপটির দেখা মিলেছে । ১৯৩৬ সালে প্রথমবার দুধয়াতে এই সাপটি দেখা গিয়েছিল ।

সাপটির বিজ্ঞানসম্মত নাম ‘অলিগোডন খেরিয়েন্সিস’ । এই খেরি এলাকাতেই এদের আদি বাসস্থান । প্রায় ৮২ বছর পর ফের গত বছর একবার দেখা গিয়েছিল লাল রঙা এই সাপকে । এরপর সম্প্রতি আবার দেখা দেয় এটি । এটি একটি বিষহীন সাপ । পোকামাকড় খেয়ে পেট ভরায় এরা । এদের গায়ের রং লালচে কমলা । দাঁতগুলি নেপালি অস্ত্র কুকরির মতো । তাই এদের এমন নামকরণ ।

আরও পড়ুন : দেশের প্রথম করোনা টিকা COVAXIN-এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে জুলাইতে

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest