আরও ভয়াবহ অসমের গ্যাসকূপের আগুন, নেভাতে গিয়ে মৃত দুই দমকল কর্মী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: অসমের তিনসুকিয়ায় বাঘজানের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসকূপে আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২ দমকল কর্মীর। বুধবার সকালে এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফের লোকজন। এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, মৃতরা হলেন দুর্লভ গোগোই (৩০) এবং বিকেশ্বর গোহেইন (৫৬)।

 তিনশুকিয়ার বাঘজানে একটা পুকুর থেকে দুই দমকল কর্মীর দেহ উদ্ধার করেছে। মে ২৭ থেকেই এই গ্যাসকূপে লিক শুরু হয়। প্রায় চোদ্দো দিন ধরে গ্যাস বেরোচ্ছিল সেখান থেকে, যেটা গতকাল আগুন লেগে যায়। 

আরও পড়ুন : জন্মদিনের সকালে করোনায় মৃত্যু DMK বিধায়কের,দেশে প্রথম আক্রান্ত জনপ্রতিনিধির মৃত্যু

২৭ মে থেকেই এই গ্যাসকূপে লিক শুরু হয়। প্রায় চোদ্দো দিন ধরে গ্যাস বেরোচ্ছিল সেখান থেকে, সেখান থেকেই গতকাল আগুন লেগে যায়। এনডিআরএফ আধিকারিক জানান যে মৃতরা হলেন দুর্লভ গোগোই (৩০) ও বিকেশ্বর গোহেইন (৫৬)। দুজনেই অয়েল ইন্ডিয়ার হয়ে অগ্নিনির্বাপনের কাজ করতেন। সকাল দশটা নাগাদ দুই মৃৃতদেহ পাওয়া যায়। সেগুলি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার OIL  জানিয়েছিল যে শুধু একজন ওএনজিসি-র কর্মী আহত হয়েছেন। গত ২৭ মে বাঘজান গ্যাসকূপে ব্লো আউট হয় যখন ৩৭২৯ মিটার নীচে একটি রিজার্ভার থেকে গ্যাস বার করার চেষ্টা করা হচ্ছিল। ব্লোআউট তখন হয় যখন প্রেসার সিস্টেম ফেল করে ও অনিয়ন্ত্রিত ভাবে অপরিশোধিত তেল সেখানে থেকে বেরিয়ো যায়। 

স্থানীয় প্রায় দুই হাজার মানুষকে চারটি রিলিফ ক্যাম্প পাঠানো হয়। কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে কোনও সমাধানসূত্র পায়নি প্রশাসন। ফলে বলি হল দুটি নিরীহ প্রাণ। 

আরও পড়ুন : ফের সস্তা সোনা, চড়ল রুপো, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest