নয়া মানচিত্র ছাপানোর কারণে আমাকে সরানোর চক্রান্ত করছে দিল্লি, দাবি নেপালের প্রধানমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: নয়া মানচিত্রে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত করার জন্য তাঁকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে ভারত। রবিবার এমনই অভিযোগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

এ দিন কাঠমান্ডুতে প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভাণ্ডারীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ওলি। প্রসঙ্গ, সম্প্রতি করোনা সংক্রমণ মোকাবিলায় তাঁর প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যে নেপালের কমিউনিস্ট পার্টির অন্দরেই অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ইংলিশ শেখানো এই মেয়েটিকে চেনেন আপনিও, তার গন্তব্য এবার অক্সফোর্ড

তারই জেরে তিতিবিরক্ত ওলি এ দিন বলেন, ‘নতুন মানচিত্র প্রকাশ করে সংসদের অনুমোদন নেওয়ার পর থেকেই আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এই পদক্ষেপের প্রেক্ষিতে নয়াদিল্লিতে প্রকাশিত সংবাদমাধ্যমের রিপোর্টে দেখতে পাচ্ছি কাঠমান্ডুর হোটেলে দফায় দফায় বৈঠক চলেছে। তার থেকেই স্পষ্ট যে আমাকে ক্ষমতাচ্যুত করার ফন্দি আঁটা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে কে কত তাড়াতাড়ি গদি থেকে সরাতে পারবেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, এমন অপরাধ যে করে তাকে রাখা যায় না। মানচিত্র ছাপানোও এখন অপরাধ।’

ওলির এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি ভারতের কোনও প্রশাসনিক প্রতিনিধি। তবে নেপালের দাবি করা নতুন মানচিত্রে ভারতের বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত করার কারণে কাঠমান্ডুর এই উদ্যোগ ‘সম্পত্তি বাড়ানোর কৃত্রিম প্রচেষ্টা’ বলে আগেই মন্তব্য করেছে নয়াদিল্লি। 

সম্প্রতি নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেপাল সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ডের নেতৃত্বে থাকা গোষ্ঠী। দেখা গিয়েছে, কমিটির বেশিরভাগ নেতাই প্রচণ্ডকে সমর্থন জানিয়েছেন। এই কারণে গত শুক্রবার কমিটির অধিবেশন এড়িয়ে গিয়েছেন ওলি। 

আরও পড়ুন : বিজ্ঞাপনে টান ! হেট স্পিচ সংক্রান্ত পোস্ট ও অ্যাড নীতি বদলে ফেলল ফেসবুক

Gmail 6
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest