ফাঁকিবাজদের হেব্বি মজা ! রাজ্যের সরকারি অফিসে আপাতত উঠে গেল লাল কালি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অফিসে ঢুকতে দেরি হলেও আর পড়বে না লাল কালি। শুক্রবার এক টুইটে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবহনের সমস্যা কাটিয়ে সরকারি কর্মচারীরা যাতে নিরাপদে অফিসে পৌঁছতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে জানানো হয়েছে নবান্নের তরফে। গত সোমবার অফিস-কাছারি খোলার পর থেকেই পথ নিরাপত্তা ও সোশ্যাল ডিসট্যান্সিংকে সব থেকে বেশি গুরুত্ব দিতে অনুরোধ করেন মমতা। বলেন, প্রাণের দাম অনেক। তাই জীবনের ঝুঁকি নিয়ে পথে বেরোবেন না। তবে শুধু মুখে বলাই নয়, সরকারি কর্মচারীদের জীবন নিয়ে যে সরকার সত্যিই ভাবিত তা এদিন বোঝালেন মমতা। 

আরও পড়ুন : কুৎসিত বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি! বরখাস্ত বর্ধমানের সরকারি স্কুলের দুই শিক্ষিকা

সোমবার থেকে সরকারি অফিসে শুরু হয়েছে শিফটিং ডিউটি। কিন্তু ট্রেন না চলায় অনেকেরই অফিসে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে। সে কারণে তাঁদের জন্য লালকালিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা।

বেসরকারি সংস্থাগুলিকে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম দিয়ে কাজ মেটাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। খুব দরকার ছাড়া ভিড়ে যেতে নিষেধ করেছেন তিনি। সব সময় মাস্ক ব্যবহার করে সুস্থ থাকার পরামর্শও দিয়েছেন মমতা। 

আরও পড়ুন : রাজ্যে ঢুকল বর্ষা, কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest