কল্পনা চাওলার পরেই ভারতীয়-বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা মহাকাশচারী Sirisha Bandla

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কল্পনা চাওলার পরেই  তাঁর নাম! কল্পনা ইতিহাসে ঢুকে গিয়েছেন, তিনি ছিলেন প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। আর এবার শিরিষা বান্দলা ইতিহাস গড়তে চলেছেন। তিনি সামগ্রিক ভাবে ভারতীয় মধ্যে মহাকাশগামী চতুর্থতম ব্যক্তি হতে চলেছেন।নিশ্চয় প্রশ্ন জাগছে কে এই Sirisha Bandla?

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার টেনালিতে জন্ম শিরিশার। আমেরিকার টেক্সাসে পড়াশোনা। বছর চৌত্রিশের শিরিশা VSS Unity–Virgin Galactic’s suborbital rocket-powered space plane-এর ছ’জনের পাইলট টিমের একজন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন:  ৫৪ বছরের ইতিহাসে প্রথম ভারতীয়,বাংলার মেয়ের বিরল বিজ্ঞান-সম্মান

এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিরিশা। শোনা গিয়েছে, VSS Unity-র এই ২২তম মহাকাশযাত্রার কালে তাঁর উপর থাকছে গবেষণালব্ধ অভিজ্ঞতাকে প্রতি মুহূর্তে যাচাই করা, কাজে লাগানো।

শুক্রবারই এই নিয়ে একটি টুইট করেছেন তিনি । টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন। টুইটে তিনি লিখেছেন— এই #Unity22-র অংশ হতে পেরে আমি নিজেকে দারুণরকম ভাগ্যবান মনে করছি। এটা এমন এক প্রকল্প যা মনে করিয়ে দেয় মহাকাশ সকলের  জন্য খোলা। তাঁদের এই যাত্রা একটা new space age-এর জন্ম দিতে চলেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নয়া নিয়মে মাত্র ১ মাসেই ফেসবুক থেকে উধাও ৩ কোটি পোস্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest