রাজস্থানকে ৮ উইকেটে হারাল হায়দরাবাদ, ক্রেডিট মণীশ-বিজয় জুটির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপটে জিতল সানরাইডার্স হায়দরাবাদ। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে জয় এল ৮ উইকেটে, ১১ বল বাকি থাকতে। রান তাড়া করে এ বারের আইপিএলে এটাই কমলা জার্সিধারীদের প্রথম জয়।

জয়ের নায়ক মণীশ পাণ্ডে ও বিজয় শঙ্কর। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দু’জনে ১৫.৩ ওভারে যোগ করলেন ১৪০ রান। তৃতীয় ওভারে জুটি বেঁধেছিলেন দু’জনে। ১৮.১ ওভারে দলকে জিতিয়ে ফিরলেন মণীশ-বিজয়।

আরও পড়ুন :বাংলাদেশের উন্নয়ন হজম করতে বহু ভারতীয়র কষ্ট হয়!

১৭৬.৫৯ স্ট্রাইক রেটে  ৪৭ বলে ৮৩ রানে অপরাজিত থাকলেন মণীশ। মারলেন ৪টি চার ও ৮টি ছয়। বিজয় ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন। জয়সূচক স্ট্রোক এল তাঁর ব্যাটে। জেতার সঙ্গে সঙ্গে বিজয় ওই শটে পৌঁছলেন পঞ্চাশেও। তাঁর ইনিংসে থাকল ৬টি চার।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার বিকল্প নেন ওয়ার্নার। রাজস্থানের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ করেন সঞ্জু ৩৬। অনেক বল নষ্ট করে স্টোকস করেন ৩০। স্টার্ট পেয়েও বড় রান করতে পারেননি উথাপ্পা (১৯), স্মিথ (১৯) ও রিয়ান (২০)। শেষে জোফরার ক্যামিওর দৌলতে ১৫৪ অবধি পৌঁছয় রাজস্থান।

হায়দরাবাদের হয়ে দাগ কাটেন হোল্ডার। ৩ উইকেট নেন ৩৩ রান দিয়ে। কেন উইলিয়ামসনকে বসিয়ে তাঁকে খেলানোর যে বড় ঝুঁকি নিয়েছিলেন ওয়ার্নার, সেটির যোগ্য মর্যাদা দেন তিনি।

জোফরার বলে চার রান করে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। এরপর বোল্ড হন ব্যারিস্টো দশ রানে জোফরার বলে। ১৬ রানে দুই উইকেটে যখন হায়দরাবাদ ধুঁকছে তখন খেলার হাল ধরেন দুই ভারতীয় দলের ক্রিকেটার।

টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান তুলেছিল রাজস্থান রয়্যালস।সঞ্জু স্যামসন করেছিলেন ৩৬। বৃহস্পতিবার এ বারের আইপিএলে প্রথম বার নামা জেসন হোল্ডারই সানরাইডার্স হায়দরাবাদের সফলতম বোলার। ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

পাওয়ারপ্লে-র ৬ ওভারের পর রাজস্থানের রান ছিল ১ উইকেটে ৪৭। ফিরে গিয়েছিলেন রবিন উথাপ্পা (১৩ বলে ১৯)। সেটাই ১০ ওভারের শেষে দাঁড়িয়েছিল ১ উইকেটে ৭৪। কিন্তু, ৮৬ রানে দুই সেট ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (২৬ বলে ৩৬) ও বেন স্টোকসকে (৩২ বলে ৩০) হারায় রাজস্থান। জোস বাটলারও (১২ বলে ৯) বেশি ক্ষণ থাকেননি।

আরও পড়ুন : মোদির বক্তব্যর আগে মঞ্চ মাতালেন ডোনা, সৌরভের সঙ্গে বিজেপি শীর্ষনেতৃত্বের ‘সুসম্পর্ক’ নিয়ে ফের চর্চা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest