Copa America 2021: প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্তিনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লম্বা সময়ের বিরতির পরে কোপায় ফের ম্যাচ ছিল আর্জেন্টিনার৷ আর তাতেও জয়ের ধারা বজায় রাখল লিও মেসি এন্ড কোং৷ এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা৷  গত বৃহস্পতিবার চিলি-র (Chile) বিরুদ্ধে জয় পেয়েছিল অ্যালবিসেলেস্তারা৷

গ্রুপ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে প্যারাগুয়ে বলিভিয়াকে হারিয়েছিল ৩-১ গোলে। দারুন আত্মবিশ্বাস নিয়ে ব্রাসিলিয়াতে আর্জেন্তিনার বিরুদ্ধে নেমেছিল এডুয়ার্ডো বেরিজোর ছেলেরা। অন্যদিকে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল লিওনেল মেসির আর্জেন্তিনারও। তারাও যে এদিনের ম্যাচে নামার আগে হারিয়েছিল উরুগুয়েকে। এদিন আর্জেন্তিনার আক্রমণে প্রথম থেকে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি’মারিয়া ও পাপু গোমেজের সঙ্গে ছিলেন সার্জিও আগুয়েরো।

ম্যাচের ৫ মিনিটের মাথায় গোলের সুযোগ পান আর্জেন্তিনার ফুটবলার গোমেজ। একটুর জন্য তাঁর তিনকাঠির লক্ষ্যভ্রষ্ট হয়। যদি এই গোল হত তাহলে অনেক আগেই এগিয়ে যেতে পারত আর্জেন্তিনা। ম্যাচের দুই মিনিট পরেই ফের সুযোগ আসে আর্জেন্তিনার সামনে। তবে সেবারও সফল হতে পারেননি নীল সাদা ব্রিগেড।

আরও পড়ুন: Euro 2020: পেরিসিচের গোলে মান বাঁচলেও নক-আউটের রাস্তা কঠিন ক্রোয়েশিয়ার

অবশেষে ম্যাচের ১০ মিনিটে সুযোগ আসে আর্জেন্তিনার কাছে। অ্যাঞ্জেল ডি’মারিয়ার পাসে গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয় আলেজান্দ্রো গোমেজের সামনে। সামনে শুধু গোলকিপারকে পরাস্ত করে আর্জেন্তিনার জন্য প্রথম গোলের মুখ খোলেন গোমেজ।

ফের দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল আর্জেন্তিনার সামনে। এবার সেই সুযোগ পেয়েছিলেন মেসি। ম্যাচের ১৭ মিনিটে ফ্রিকিক পান তিনি। কিন্তু অল্পের জন্য বল লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর।  ম্যাচের প্রথমার্ধেই ফের দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল মেসিদের সামনে। কিন্তু এবারও ভাগ্য সঙ্গ দেয়নি আর্জেন্তিনার। ম্যাচের প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মেসি অ্যান্ড কোম্পানি। এরপর দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ পেয়েছিল আর্জেন্তিনা।

এদিন বল দখলের লড়াই হোক কিমবা বল পাসের সংখ্যা সবেতেই এগিয়েছিল প্যারাগুয়ে। শট করার সংখ্যাতেও আর্জেন্তিনাকে পিছনে ফেলেছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে এদিন মাঠে ছাড়েন মেসির দল। এদিনের জয়ের ফলে পরের পর্বে যাওয়ার ছাড়পত্র প্রায় পাকা করে নিল আর্জেন্তিনা।

আরও পড়ুন: Copa America : হোটেলের ঘরে যৌনকর্মী এনে বিতর্কে চিলির ৬ ফুটবলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest