CPL to launch inaugural T10 tournament 'The 6ixty' in August

THE 6IXTY: প্রথমবার একসঙ্গে খেলবেন পুরুষ-মহিলারা, ক্রিকেটের নতুন ফরম্যাট

চলতি বছরের অগাস্ট মাসে বিশ্বের কাছে নতুন রূপে ধরা দিতে চলেছে ব্যাট-বলের লড়াই। ক্রিকেটের এই নতুন ফরম্যাটের নাম দেওয়া হয়েছে দ্য সিক্সটি (The 6IXTY)। যেখানে পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (Caribbean Premier League) যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত করতে চলেছে। এই মারকাটারি প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিস গেইল (Chris Gayle)।

এটিকে বলা হচ্ছে Power Game। ১০ ওভারের এই খেলায় নতুন নানা নিয়ম চালু করা হচ্ছে।

  • ৬ উইকেট পড়ে গেলেই একটি দল অলআউট হয়ে যাবে।
  • প্রতিটি দল ব্যাটিং করার সময় দু’টি করে পাওয়ার প্লে ওভার পাবে।
  • ইনিংসের প্রথম ১২ বলের মধ্যে দু’টি ছক্কা মারতে পারলে তৃতীয় পাওয়ার প্লে ওভার পাওয়া যাবে।
  • ৩ থেকে ৯ ওভারের মধ্যে যে কোনও সময় এই তৃতীয় পাওয়ার প্লে ওভার নেওয়া যাবে।

আরও পড়ুন: Sourav Ganguly: ট্যুইট-জল্পনার অবসান, শিক্ষামূলক App আনলেন সৌরভ

  • প্রতিযোগিতায় পুরুষদের মোট ছয়টি দল অংশ নেবে এবং সেখানে মহিলাদের তিনটি দল খেলার সুযোগ পাবে।
  • প্রতি ওভারের শেষে প্রান্ত বদল হবে না। প্রথম পাঁচ ওভার হবে একটি প্রান্ত থেকে এবং পরের পাঁচ ওভার হবে অপর প্রান্ত থেকে।
  • এক ইনিংসে কোনও বোলার দু’ওভারের বেশি বল করতে পারবেন না।
  • যদি ফিল্ডিং করা দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ ওভার শেষ করতে না পারে, তাহলে শেষ ৬ বলের জন্য একজন ফিল্ডারকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে।
  • দর্শকদের ভোটে ঠিক হবে Mystery Free Hit। সেই বলে ব্যাটারকে আউট করা যাবে না।

প্রথম মরশুমের THE 6IXTY শুরু হতে চলেছে ২৪ অগাস্ট থেকে। লিগ চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। খেলা হবে St. Kitts and Nevis-এর Warner Park-এ।

আরও পড়ুন: Qatar World Cup 2022: কঠোর ভাবে নিষিদ্ধ’ওয়ান নাইট স্ট্যান্ড’! ধরা পড়লেই সাত বছরের জেল