ICC ODI World Cup 2023: India beats Sri Lanka by 302 runs

ICC ODI World Cup 2023: রেকর্ড গড়ে জয় ভারতের! শামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে হারিয়ে সাতে সাত রোহিতদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারত: ৩৫৭/৮ (শুভমান ৯২, বিরাট ৮৮, শ্রেয়স ৮২, মাধুশঙ্কা ৫/৮০)
শ্রীলঙ্কা: ৫৫ (শামি ৫/১৮, সিরাজ ৩/১৬, বুমরাহ ১/৮, জাদেজা ১/৪)
ভারত ৩০২ রানে জয়ী

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৩০২ রানের ব্যবধানে হারাল ভারত। বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। রানের ব্যবধানে এটাই বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়। এর আগে বিশ্বকাপে ভারতের সব থেকে বড় ব্যবধানে জয় ছিল বারমুডার বিরুদ্ধে। ২০০৭ সালের বিশ্বকাপে ২৫৭ রানে জিতেছিল অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ভারত।

 ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি (Mohammed Shami) যতই দুরন্ত ফর্মে থাকুক, আসল ব্যাপারটা হল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বল হাতে দেখলেই শ্রীলঙ্কা (Sri Lanka) ভয়ে কেঁপে যায়! দুই দলের মধ্যে শেষ দুটি ম্যাচের তথ্য সেটাই বলছে। গত ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল (Asia Cup Final 2023)। মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ৫০ রান অলআউট করে দিয়েছিলেন সিরাজ। এবার ২ নভেম্বর। প্রায় একই চিত্রনাট্য। প্রায় দেড় মাসের মাথায় সেই একই বিপক্ষের বিরুদ্ধে আবারও আগুনে বোলিং করলেন সেই সিরাজ। নিলেন ১৬ রানে ৩ উইকেট।

তবে তৃতীয় পেসার হিসাবে হাতে বল নিয়েও সবাইকে ছাপিয়ে গেলেন ‘সহেসপুর এক্সপ্রেস’ মহম্মদ শামি। নিলেন ১৮ রানে ৫ উইকেট। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও হলেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা হল ৪৫।

দুজনকে যোগ্য সঙ্গত দিলেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ফলে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ৩৫৮ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ ৫৫ রানে। তিন পেসারের দাপটে বিপক্ষকে ৩০২ রানে উড়িয়ে সাতে সাত করার পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest