IND vs NZ: BCCI responded in Halal Meat Controversy before 1st Test at Kanpur

IND vs NZ: হালাল মাংস বিতর্কে উত্তাল ভারতীয় ক্রিকেট, চাপের মুখে বিবৃতি BCCI-এর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের সঙ্গে নিউজিল্যান্ড চলতি সফরে দুটি টেস্ট খেলবে। প্রথম খেলা হওয়ার কথা কানপুরে ২৫ নভেম্বর। তার আগে হালাল মাংস বিতর্কে ভারতীয় ক্রিকেট।

যে হোটেলে দুই দলের খেলোয়াড়রা থাকবেন, সেই হোটেল ল্যান্ডমার্ক টাওয়ার-এ তাদের জন্য সম্পূর্ণ সুরক্ষার বন্দোবস্ত করার পাশাপাশি তাঁদের জন্য খাবারের মেনু জারি করে দিয়েছে। দিনে পাঁচবারের মেনু কী হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। পাঁচবারের মধ্যে অল ডে কাউন্টার, স্টেডিয়ামে মিনি ব্রেকফাস্ট, লাঞ্চ, টি-টাইম স্ন্যাকস এবং রাতে হোটেলে ফিরে ডিনার। কী কী খাবার থাকবে তা হোটেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এর মধ্যে ভারতীয় খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলকভাবে ‘হালাল’ মাংস খেতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তালিকা থেকে শুয়োর ও গরু দুটোই বাদ দেওয়া হয়েছে।

এই নিয়ে বিতর্ক শুরু হতেই বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধূমল জানালেন, কোন ক্রিকেটার কী খাবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি বোর্ড। সংবাদমাধ্যমে অরুণ বলেন, ‘‘ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কোনও দিন নাক গলায় না। আমি জানি না এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কি না। আমরা কোনও খাদ্যতালিকা দিইনি। প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান। সেখানে বিসিসিআই-এর কোনও ভূমিকা নেই।’’

কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে হালাল করা মাংস খেতে চাইতে পারেন বলে জানিয়েছেন অরুণ। তিনি বলেন, ‘‘কোনও ক্রিকেটার ইচ্ছা করলে হালাল করা মাংস খেতে পারেন। যেমন অনেক সময় বিদেশি দল এলে কোনও ক্রিকেটার আবেদন করেন তাঁর খাবার জন্য অন্যদের সঙ্গে মিশিয়ে ফেলা না হয়। তবে বিসিসিআই-এর সামনে কোনও দিন হালাল করা মাংস নিয়ে কোনও ঘটনা আসেনি।’’

দেশে সিরিজ হোক বা বিদেশ সফর, বরাবর ক্রিকেটারদের ইচ্ছা অনুযায়ী তাঁদের খাবার খাওয়ার স্বাধীনতা দিয়েছে বোর্ড, এমনটাই জানিয়েছেন অরুণ। তিনি বলেন, ‘‘ক্রিকেটাররা নিরামিষ খাবেন বা আমিষ খাবেন সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি না এই ধরনের বিতর্ক কেন হচ্ছে। ক্রিকেটারদের সব ধরনের স্বাধীনতা দেয় বিসিসিআই।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest