হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে নেমে গেল ভারত

চিপকে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে প্রথম টেস্ট হেরে ০-১ পিছিয়ে গেল কোহলি অ্যান্ড কোং৷ সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে চার নম্বরে নেমে গেল ভারত৷ চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে পয়েন্ট টেবলে শীর্ষে চলে গেল ইংল্যান্ড৷

কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন উঠতেই ফের হারের মুখ দেখল ভারত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমপর্ণ বিরাটবাহিনীর৷ চিপকে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড৷ চিপকে লজ্জাজনক হারের ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আরও কঠিন হয়ে গেল বিরাটদের৷

আরও পড়ুন: ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত,বিদায়ী ভাষণে বললেন গুলাম নবি আজাদ

এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও এক পা এগিয়ে গেল ইংল্যান্ড৷ ৭০.২ শতাংশ জিতে এক নম্বরে রয়েছে রুটবাহিনী৷ ৭০ শতাংশ টেস্ট জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড৷ আর ৬৯.২ শতাংশ জিতে তিন রয়েছে অস্ট্রেলিয়া৷ চার নম্বরে থাকা বিরাটদের টেস্ট জয়ের শতাংশ ৬৮.৩৷

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে চার নম্বরে নেমে যাওয়াতে বিন্দুমাত্র বিচলিত নন ভারত অধিনায়ক৷ চিপকে হারের পর বিরাট কোহলি বলেন, ‘আমরা সামনের ম্যাচ গুলিকে ফোকাস করতে চাই৷ হঠাৎ করে নিয়মের পরিবর্তন হলে আমাদের কিছু করার নেই৷ যেমনটা আমরা লকডাউনে আমাদের কিছুই নিয়ন্ত্রণে ছিল না৷ মাঠে আমাদের পারফরম্যান্সই নিয়ন্ত্রণ করতে পারি৷’ ক্যাপ্টেন কোহলি বলেন, ‘আমার পয়েন্ট টেবলের অবস্থান নিয়ে ভাবছি না৷ এটা আমাদের হাতে নেই৷ ভালো ক্রিকেট খেলতে পারলে আমরাও এক নম্বরে চলে যাব৷’

সিরিজের বাকি তিনটি টেস্টের মধ্যে একটি জিতলেই জুনে হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ইংল্যান্ড৷ সেক্ষেত্রে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে ভারত৷ কারণ কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া তাদের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করায় প্রথম দল হিসেবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ড৷ গত বছর থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হওয়ার কথা চলতি বছর জুনে ক্রিকেট মক্কা লর্ডসে৷

আরও পড়ুন: বিচার ব্যবস্থা এখন আর ‘পবিত্র’ নয় মন্তব্য মহুয়ার, লোকসভায় ধুয়ে দিলেন মোদী সরকারকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest