‘৭২৫ কোটির দুর্নীতি’, এবার নিশানায় বিজেপির শুভেন্দু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সদ্য বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবহণ দফতরের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আনল তৃণমূল।

পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে সভায় জেলা তৃণমূলের অন্যতম কো অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি শনিবার বলেন, ‘‘শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।’’

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাঁকে ‘তোলাবাজ ভাইপো’ বলে অভিযোগ শানাচ্ছেন।যদিও ক্যামেরা সামনে ‘ভাইপোকে’ টাকা নিতে দেখেনি কেউ। কিন্তু শুভেন্দুর ফুটেজ স্পষ্ট।

আরও পড়ুন: তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপির, বিরোধীদের মমতার পাশে থাকতে বলল শিবসেনা

বিজেপি অবশ্য সদ্য দলে আসা তৃণমূল ফেরত নেতার পক্ষ নিয়েছে। বিজেপি নেতারা পাল্টা বলেছে, এটা শুভেন্দুকে ‘কৌশল’ করে ফাঁসানোর চেষ্টা।

তৃণমূলনেতা অখিল নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে আরও নানা অভিযোগে সরব হন। তাঁর মন্তব্য, ‘বহু জায়গায় ফ্ল্যাট কিনেছে। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। সব কেলেঙ্কারি বেরোচ্ছে। তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছ। এখন বেইমানি করছ।’‌

অখিল এ দিন বলেন, ‘‘নাম আমি ধরতে চাই না। তবে তোমাকে চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রাম নয়, দক্ষিণ কাঁথি থেকে দাঁড়াও। যদি তুমি জিততে পার, বুঝব তোমার অনেক ক্ষমতা।’’

উল্লেখ্য, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রটি কার্যত ‘অধিকারী গড়’ হিসেবেই পরিচিত। শিশির অধিকারী, শুভেন্দু নিজে এবং দিব্যেন্দু অধিকারীও এই কেন্দ্র থেকেই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। গত ভোটে এই কেন্দ্রে জেতেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, অবস্থা সংকটজনক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest