West Bengal Election 2021: বাঁশ হাতে ধাওয়া সুজাতাকে! আলপথে দৌড় তৃণমূল নেত্রীর

রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আলপথ বেয়ে পড়িমরি করে ছুটছেন তৃণমূল প্রার্থী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একদল লোক লাঠি, বাঁশ হাতে তাঁর দিকে তেড়ে আসছে। প্রাণভয়ে ছুটছেন সুজাতা। অভিযোগ, আরামবাগের আরান্ডি অঞ্চলে বিজেপির লোকজন এক তরফা ভোট করাচ্ছে। খবর পেয়ে সুজাতা সেখানে গেলে তাঁকে তেড়ে আসে দুষ্কৃতীরা।

কোনও রকমে ধানক্ষেত পেরিয়ে একটি গ্রামে গিয়ে রাস্তায় বসে পড়েন আরামবাগের তৃণমূল প্রার্থী। দেখা যায় গ্রামের মহিলারা ঘেমে নেয়ে এক সা হয়ে যাওয়া সুজাতাকে শীতলপাটির হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। বোতল থেকে জল খেতে খেতে সুজাতা কাউকে একটা ফোন করে সুজাতা বলছেন, “দাদা ভোটটা বয়কট করো দাদা! এখানকার পুলিশ পুরো বিজেপির হয়ে ভোট করাচ্ছে। ওরা আমাকে প্রচন্ড মেরেছে। কাউকে ভোট যেতে দিচ্ছে না। আমি পাঁচবার গেছি, ঢুকতে পারিনি।”

আরও পড়ুন: ঝোপের আড়ালে লুকিয়ে চিতা বাঘ, তাড়া খেয়ে সোজা মগডালে, আতঙ্ক ময়নাগুড়িতে

ফোনে সুজাতাকে আরও বলতে শোনা যায়, “এখানে সব মুসলিম ছেলেরা ভয় পাচ্ছে। আমি বললাম, তোদের মমতাদি এত দিয়েছে তোরা ভয় পাচ্ছিস কেন?”

জানা যাচ্ছে বিজেপি কর্মীদের ছোরা ইটের ঘায়ে আহত তিনি, ওনার মাথায় আঘাত লেগেছে। পরে অকুস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী। রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। একজন প্রার্থীকে যদি ভোটের দিন এমন হামলার মুখে পড়তে হয় তাহলে তা খুব একটা সুষ্ঠু ছবি নয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় তৃতীয় বার কাঁপল উত্তরবঙ্গের মাটি, মঙ্গলবার বেলা বাড়তেই ফের ভূমিকম্প

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest