কেন্দ্রের রিপোর্টে এগিয়ে মমতার বাংলা, দেখে নিন সেই রিপোর্ট-কার্ডের ১০ পয়েন্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসে মমতা সরকারকে যে যে দোষারোপ করেছেন মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে যেন তারই প্রত্যুত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনীতি, শিক্ষা, প্রকল্প কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী সেই সবেতেই এগিয়ে বাংলা এমনটাই জানিয়ে দিলেন মমতা।

শাহকে তোপ দেগে মমতা বলেন, ” প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জেনে নিয়ে কথা বলা উচিত। বাংলাকে দু;স্বপ্নের নগরীর মতো দেখিয়েছেন। বাংলা মানেই খারাপ রাজ্য, উন্নয়ন হয়নি। ১১ বছর আগে কোথায় ছিলেন। এখন বাংলা ঝকঝক করছে। দেখে ইর্ষাকাতর হয়ে এসব বলছেন। সত্যি কথা না বললে প্রতিটা কথায় চ্যালেঞ্জ ছুড়ব।”

আরও পড়ুন: রাত পোহালেই দক্ষিনেশ্বর-নোয়াপাড়া শাখায় ছুটবে মেট্রো, শুরু পরীক্ষামূলক মেট্রো চলাচল

এক পলক দেখে নিন কোথায় এগিয়ে বাংলা

  1. ১০০ দিনের কাজ, গ্রামাঞ্চলের হাউজিং, রাস্তা, এমএসএমই সেক্টর, সংখ্যালঘু স্কলারশীপ এ এক নম্বরে ভারত এমনটাই জানলেন মমতা।
  2. এমনকী দারিদ্র দূরীকরণ, ই-টেন্ডারিং, ই-গভর্মেন্ট-এর মতো সার্ভিসেও যে শীর্ষস্থানেই এই রাজ্য তা জানাতেও ভুললেন না।
  3. জিডিপি নিয়েও কেন্দ্র সরকারকে তোপ দাগেন তিনি। এদিন সাফ জানিয়ে দেন জিএসডিপি ভারতে যেখানে ৪.১৮ শতাংশ, পশ্চিমবঙ্গে তা ৭.২৬ শতাংশ।
  4. উন্নয়নের ক্ষেত্রে জিভিএ ভারতে ৩.৮৯ শতাংশ হলেও, বাংলায় ৭.৩৩ %। অর্থাৎ সেক্ষেত্রেও এগিয়ে বাংলা, এমনটাই মত মমতার।
  5. শিল্পের ক্ষেত্রেও বাংলা এগিয়ে রয়েছে দেশের নিরিখে। মমতার কথায় দেশে যে হার ০.৯২ %, বাংলায় সেখানে সেই পরিসংখ্যান ৫.৭৯ %।
  6. লকডাউন দেশে কর্মক্ষেত্রে বাংলার স্থান যে দেশে এগিয়ে, এদিনের বৈঠকে সে কথাই সাফ জানিএয় দেন তিনি। পরিসংখ্যান দিয়ে বলেন দেশে ৫.৫৫ %, বাংলায় ৯.২৬ % সার্ভিস সেক্টরে বৃদ্ধি হয়েছে।
  7. কৃষি প্রধান রাজ্য বাংলায় কৃষি ক্ষেত্রেও দেশের নিরিখে এগিয়ে। ভারতে হার ৪.০৫%, বাংলায় সেই হার ৪.৭৪%। কৃষক বিদ্রোহের নিরিখে এই পরিসংখ্যান যে যথেষ্ট গুরত্বপূর্ণ। সেকথাও জানান তিনি।
  8. এমনকী রাজ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বেড়েছে ৭৭৬ %। অর্থাৎ বিদেশি বিনিয়োগ এ রাজ্যে বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী এমনটাই মত মমতার।
  9. বৈঠক থেকে মমতা বলেন, ” ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তথ্য অনুযায়ী গত ১০ বছরে রেকর্ড হারে কমেছে খুন-খারাপি। ধর্ষণের ঘটনাও কমেছে উল্লেখযোগ্য। সব জায়গা শান্তিপূর্ণ।”
  10. শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু নতুন বছর থেকেই- আগামীকাল জারি হবে নিয়োগের নোটিশ। ১০ থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ। ৩১ জানুয়ারি ৩য় টেট অফলাইনে হবে। আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

আরও পড়ুন: কাল প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিশ জারি, ১০ জানুয়ারি থেকে ইন্টারভিউ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest