আমিই ফিরবো, শেষ দিনে বিধানসভা ছাড়ার আগে আত্মপ্রত্যয়ী মমতা

ফোটো সেশন সেরে যাওয়ার সময় দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান মমতা। বলেন, ‘‘আই উইল বি ব্যাক।’’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের তিনি ফিরে আসবেন। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিধানসভারও মেয়াদ শেষ হল। বিধানসভা নির্বাচনের পর নতুন আইনসভা গঠিত হবে। সেখানে বর্তমান সদস্যদের কেউ কেউ থাকবেন। কেউ আবার থাকবেন না। নতুন সদস্যও আসতে পারেন। শেষ অধিবেশনের শেষদিন আনুষ্ঠানিক ফোটো সেশন হল বিধিবদ্ধ ঔপচারিকতা। সেই সমবেত ছবি তোলার পর মমতা বললেন, ‘‘আই উইল বি ব্যাক (আমি আবার ফিরে আসব)।’’

ফোটো সেশন সেরে যাওয়ার সময় দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান মমতা। বলেন, ‘‘আই উইল বি ব্যাক।’’ তারপর স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে বিধানসভার কর্মচারীদের সঙ্গেও ছবি তোলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি আবার বলেন, ‘‘আই উইল বি ব্যাক।’’

আরও পড়ুন: মেলেনি প্রশাসনের অনুমতি, বেলডাঙায় থমকে নাড্ডার উদ্বোধন করা রথের চাকা

কর্মচারীদের মধ্যে একজন মমতাকে বলেন, ‘‘আপনাকে খুব আত্মপ্রত্যয়ী লাগছে।’’ মুখ্যমন্ত্রীর উত্তর, ‘‘আমি চিরকালই খুব আত্মপ্রত্যয়ী।’’ অর্থাৎ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসবে এবং তিনিই যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে নিশ্চিত মমতা।

এমনিতে শাসক-বিরোধী মিলেই ফোটো সেশন হয়।এদিনের ফটো সেশনে হাজির ছিলেন না বাম ও কংগ্রেস বিধায়করা। তবে বিজেপি বিধায়করা ফটো সেশনে অংশ নেন। কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘গত ৫ বছরে যারা বিরোধীদের ন্যূনতম মর্যাদা দিল না তাদের সঙ্গে একই ফ্রেমে থাকতে আমরা নারাজ।’ যদিও বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, ‘আজকের দিনটা রাজনীতির বাইরে বেরিয়ে ভাবা উচিত। এই ছবি ইতিহাসের দলিল হয়ে থেকে যাবে। তাতে বিধায়ক হিসাবে আমাদের অংশগ্রহণ করা উচিত।’

আরও পড়ুন: বিজেপি নাকি ‘‌তৃণমূলের বি–টিম’‌? প্রশ্ন উঠতেই দরজা বন্ধ করল গেরুয়া শিবির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest