জানেন কী বাইডেনের পূর্বপুরুষরাও ভারতেই ছিলেন! সামনে এল তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেবল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নন , বাইডেনের সঙ্গেও যোগ রয়েছে ভারতের। প্রকাশিত হল অবাক করা এই তথ্য। সম্প্রতি এমনই দাবি করে চাঞ্চল্য ফেলে দিয়েছেন কিংস কলেজের অধ্যাপক টিম উইলসি-উলসে।

টিমের দাবি অনুযায়ী, হবু মার্কিন প্রেসিডেন্টের পূর্ব পুরুষ এক সময়ে ভারতেই থাকতেন। ১৯ শতকে জো বাইডেনের দুই পূর্ব পুরুষ উইলিয়াম বাইডেন ও ক্রিস্টোফার বাইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন। তখন লন্ডন থেকে তাঁরা ভারতে আসেন। কিন্তু উইনিয়াম আচমকাই মারা যান।

আরও পড়ুন :হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে এই প্রথমবার IPL ফাইনালে দিল্লি!

কিন্তু ক্রিস্টোফার ভারতে এসে কাজ করার পাশাপাশি থাকতেও শুরু করেন। তৎকালীন মাদ্রাজ বর্তমানে চেন্নাইয়ে তিনি বহু বছর ছিলেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এ এই বিষয়ে একটি প্রতিবেদন লেখেন টিম উইলসি।

যদিও এর আগে জো বাইডেন তিনি মুম্বই যোগের কথা জানিয়েছিলেন। ২০১৩ সালে ভারত সফরে এসেছিলেন জো বাইডেন। তখন তিনি জানান, ১৯৭২ সালে সেনেট নির্বাচিত হওয়ার পরে মুম্বই থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন। সেখানে প্রেরক তাঁকে জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে জো বাইডেনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। প্রেরকের পদবীও ছিল বাইডেন। তিনি জানান, সেই সময়ে, চিঠির জবাব দিতে পারেননি, তাঁর জেরে তিনি অনুতপ্ত।

হবু মার্কিন ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। ইতিমধ্যে তাঁর জয়ের খবরে এমনিতে উচ্ছ্বসিত তামিলনাড়ুর থুলাসেন্দ্রপুর গ্রামের বাসিন্দাদের উচ্ছ্বাসও চোখে পড়েছে। মার্কিন নির্বাচন পর্ব থেকে তাঁর জয়ের জন্য পুজোও সারছিলেন ওই গ্রামের বাসিন্দারা। এবার এক তথ্য অনুযায়ী হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ব পুরুষও ভারতে ছিলেন।

প্রসঙ্গত, এবারের মার্কিন নির্বাচনে বিপুল ভোটে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে যান বাইডেন। ডেমোক্র্যাট প্রার্থীর এই সাফল্যে ইতিমধ্যে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে টুইটার। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন : রবিবাসরীয় সকালে শীতের আমেজ রাজ্য জুড়ে, বর্ধমানের তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest