শালিমার স্টেশনের বাইরে শুটআউট, গুলিবিদ্ধ স্থানীয় TMC নেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হাওড়ার (Howrah) শালিমারে (Shalimar) শুটআউট। প্রকাশ্যে তৃণমূল (TMC) নেতাকে গুলি করল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন নিহতের সঙ্গীও। এলাকায় তুমুল উত্তেজনা। ঘটনার সঙ্গে বিরোধীদের যোগ থাকলেও থাকতে পারে, প্রতিক্রিয়া তৃণমূলের হাওড়া(সদর)-র সভাপতি, মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy)।

মৃতের নাম ধর্মেন্দ্র সিং (Dharmendra Singh)। হাওড়া (Howrah) শহরের ৩৯ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূলের (TMC) কার্যকরী সভাপতি ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে শালিমার (Shalimar) থেকে বাইক চালিয়ে ফিরছিলেন ধর্মেন্দ্র। বাইকের পিছনে বসেছিলেন আরও একজন।

আরও পড়ুন: ‘‌তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন’‌, নোবেলজয়ী অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ দিলীপের

প্রত্যক্ষদর্শী রঞ্জিত চৌধুরি জানান, শালিমার স্টেশনের বাইরে তিন নম্বর গেটের কাছে বাইকে চেপে ওভারব্রিজে উঠছিলেন ধর্মেন্দ্র। অন্য এক যুবকের বাইকে ছিলেন তিনি। দুটি বাইক তাঁদের অনুসরণ করছিল। ওভারব্রিজে ওঠার মুখে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধর্মেন্দ্রকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

ধর্মেন্দ্র সিং-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে জড়ো হন তাঁর অনুগামীরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। কিন্তু কারা গুলি চালাল? খবর পেয়ে হাসপাতালে যান  তৃণমূলের হাওড়া(সদর)-র সভাপতি, মন্ত্রী অরূপ রায় (Arup Rai)। সরাসরি বিরোধী বা বলা ভালো বিজেপির দিকে অভিযোগ আঙুল তোলেননি তিনি। তবে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিরোধীদের যোগ থাকলেও থাকতে পারে।

আরও পড়ুন: ‘‌তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন’‌, নোবেলজয়ী অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ দিলীপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest