গেরুয়া শিবিরে ফের ভাইরাস হানা, এবার করোনা আক্রান্ত অনুপম হাজরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আক্রান্ত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা। শুক্রবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার ফেসবুকে শুধু ‘‌কোভিড পজিটিভ’‌— এটুকু লিখে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন সদ্যনিযুক্ত বিজেপি–র সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

আজই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন তিনি। তবে অনুপমের শারীরিক অবস্থা গুরুতর নয় বলেই তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।গত কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। এর পাশাপাশি অন্য কিছু উপসর্গও দেখা দেয়। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করালে এদিন সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন : জগদীপ ধনখড়কে নৈ-রাজ্যপাল বলে কটাক্ষ ব্রাত্য বসুর,পাল্টা দিলেন লকেট

গত কয়েক দিনে দলের বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুপম। সম্প্রতি বিজেপির সংগঠনে রদবদল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তাতে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ পেয়েছেন অনুপম। সেই ঘোষণার পরের দিনই বারুইপুরে একটি কর্মিসভায় যোগ দিন তিনি। সেই সভায় ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেননও। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার নেতা-নেত্রীরাও ছিলেন। ওই সভায় ব্যাপক গন্ডগোলও হয়েছিল।

সম্প্রতি অনুপমের করোনা সম্পর্কিত একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়ায়। বলেছিলেন, তিনি করোনা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন। তা হলে করোনা আক্রান্ত ও মৃতের পরিবারের লোকজন কতটা কষ্টে আছেন, তা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী। ওই মন্তব্যের জেরে অনুপমের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আপাতত কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। সম্প্রতি তিনি বিজেপি–র বহু অনুষ্ঠান, কর্মসূচিতে হাজির ছিলেন। তাই তাঁর সংস্পর্শে আসা সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন অনুপম।

আরও পড়ুন : লাল বেনারসি, মাথা ভরা সিঁদুর… ব্রাইডাল লুকে ফের ভাইরাল শ্রাবন্তী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest