প্রয়াত ‘টম অ্যান্ড জেরি’র অস্কার বিজেতা পরিচালক জিন ডিচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও তাঁর সৃষ্টি নিয়ে মিম ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিলেন ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের অন্যতম পরিচালক জিন ডিচ। বয়স হয়েছিল ৯৫ বছর।

জন্মসূত্রে মার্কিন নাগরিক হলেও, জীবনের বেশিরভাগ সময়টাই চেক প্রজাতন্ত্রের প্রাগে কাটিয়েছেন জিন ডিচ। বৃহস্পতিবার রাতে সেখানকার লিটল কোয়ার্টার এলাকায় নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসা, একজোট হয়ে বার্তা দিলেন তারকারা

‘টম অ্যান্ড জেরি’ সিরিজের জন্য ঘরে ঘরে পরিচিতি পেলেও, তাঁর তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘মনরো’ ১৯৬০ সালে অস্কার জেতে। তাঁর প্রযোজিত ‘সিডনিজ ফ্যামিলি ট্রি’ ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হয়। ‘Popeye the Sailor’ সিরিজেরও কিছু এপিসোড  পরিচালনা করেছিলেন তিনি। শুধু পরিচালক নন, ডিচ একাধারে ছিলেন ইলাস্ট্রেটর, অ্যানিমেটর, প্রযোজক।

নবতিপর এই চিত্র নির্মাতার মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: নিজের কথায় গান, শুনে নিন সলমন খানের ‘প্যায়ার করোনা’

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest