নিষিদ্ধ, তবুও এদেশেই রয়েছে ন্যুড বিচ! যেতে পারবেন আপনিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতে নগ্নতা এখনও স্বীকৃত না পেলেও দেশের অভ্যন্তরে এমন এমন জায়গা রয়েছে, যেখানে আপনি অন্যের দৃষ্টি এড়িয়ে অনায়াসেই প্রকৃতির মাঝে আদিম মানুষের রূপ নিতে পারেন।নিষিদ্ধ হলেও ভারতের কোথায় কোথায় ন্যুড বিচের সন্ধান পাওয়া যায় তারই একটি তালিকা দেওয়া রইল…

অগাত্তি আইল্যান্ড বিচ, লাক্ষাদ্বীপ: টপলেশ বিচ নামেও পরিচিত এই আইল্যান্ডটি। নারকেল গাছ, কোরাল রিফ আর সাদা বালিতে ঘেরা এই দ্বীপে প্রকৃতির মাঝে একান্তে সময় কাটাতে পারেন। যেকেউই এই বিচে যেতে পারেন না, অনুমতি মিললে তবেই এখানে যাওয়ার সুযোগ মেলে।

ওম বিচ, কর্ণাটক: সানট্যান ও সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে এই বিচ বহু পর্যটকের কাছে আকর্ষণের জায়গা।

আরও পড়ুন: হাতছানি দিচ্ছে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের স্বর্গীয় সৌন্দর্য, দেখুন ছবি…

মারারি বিচ, কেরালা: সমুদ্রে গা ভাসিয়ে দিতে মারারি বিচ পারফেক্ট ডেস্টিনেশেন। নিরিবিলি, প্রকৃতির মাঝে একেবারে ব্যক্তিগত জীবন কাটাতে এখানে যেতে পারেন। স্বচ্ছ নীল জলে সানবাথ, রোমাঞ্চকর অনুভূতি পেতে বহু বিদেশি-দেশি পর্যটকদের পছন্দের জায়গা।

প্যারাডাইজ বিচ, গোকার্না: নিভৃতে, নিরালায় এই বিচ যেন আদিম সভ্যতাকে ফিরিয়ে আনে।

ওজরান বিচ: গোয়ার অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশন হল ওজরান বিচ। লোকালয় থেকে অনেক দূরে, গোয়ান ভাইব, নিভৃতে সময় কাটাতে এই বিচের সুনাম রয়েছে সারা বিশ্বে।

আরও পড়ুন: সফরের জন্য মন আনচান? আপনার জন্য রইল ভারতের ৫টি রোমাঞ্চকর ট্রেকিং জনের হদিস

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest