Newborn: Baby girl was born with total 26 fingers in Rajasthan, family claims her as Goddess' incarnation

Newborn: ২৬ আঙুল নিয়ে জন্মাল শিশু, দেবীর অবতার ভেবে প্রণাম ঠুকছে পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সম্প্রতি রাজস্থানের ভাটপুরে এক শিশুকন্যা ২৬টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে। তার পরিবার অবশ্য বিষয়টি অস্বাভাবিকতা দেখতে পাচ্ছে না তেমন। বরং তাদের দাবি সন্তান আসলে দেবীর অবতার। আর সেই ভেবেই সদ্যোজাতকে প্রণাম ঠুকছে পরিবার। যদিও জিনগত কারণেই শিশুটির হাতে-পায়ে অতিরিক্ত আঙুল রয়েছে বলে মত চিকিৎসকদের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ডীগ জেলার কমান শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুকন্যার জন্ম দেন ২৫ বছরের সরযূ দেবী। সরযূর স্বামী গোপাল ভট্টাচার্য সিআরপিএফের হেড কনস্টেবল পদে কর্মরত। আট মাসের অন্তঃসত্ত্বা সরযূর প্রসবযন্ত্রণা শুরু হলে তাঁকে ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিয়েছিলেন তিনি। রবিবার সেখানে জন্ম হয় শিশুসন্তানের। সদ্যোজাতের ২৬টি আঙুল দেখে সরযূ এবং গোপালের আত্মীয়-পরিজনেরা আপ্লুত। তাঁদের মতে, পরিবারের আরাধ্যা দেবীর অবতার ঘরে এসেছে। ঢোলাগড় দেবীর পুজোআর্চা করা সরযূর দাদা দীপক বলেন, ‘‘ঈশ্বরের রূপেই আমাদের পরিবারে মেয়ের জন্ম হয়েছে। আমরা ভাগ্য ভাল যে ঘরে লক্ষ্মী এসেছে।’’

আরও পড়ুন: Viral Video: গাছ থেকে নদীতে লাফিয়ে কুমির শিকার চিতার, দেখবেন নাকি রোমহর্ষক ভিডিও?

দু’হাতে সাতটি আঙুল এবং দু পায়ে ছটি আঙুল নিয়ে জন্মগ্রহণ করেছে ভাটপুরের এই শিশুটি। চিকিৎসকরা এই বিষয়টিকে জিনগত সমস্যার কারণেই ঘটেছে বলে জানিয়েছেন। ভবিষ্যতে শিশুটির স্বাভাবিক জীবন যাপন করতে কোনও সমস্যা হবে না, আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চিকিৎসক বিএস সোনি জানিয়েছেন, ‘২৬টি আঙুল থাকলে কোন ক্ষতি নেই। তবে এটি একটি জিনগত সমস্যা। সদ্যোজাত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বর্তমানে।’

এদিকে শিশুটির মামা জানিয়েছেন, কন্য়া সন্তানের জন্মে পরিবারের সকলেই খুব আনন্দিত। ধোলাগড় দেবীর অবতারের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। বলেন, “আমরা বোনের মেয়ে হয়েছে। সদ্যোজাতের ২৬টি আঙুল। আমাদের মনে হচ্ছে ও ধোলাগড় দেবীর অবতার। আমরা খুবই খুশি।”

আরও পড়ুন: Viral Video: একটা বাইকে ৭ জন, নেই হেলমেটও, ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest