Hijab Clad Student Denied Entry In Murshidabad School, Protest Erupts

Hijab Row: স্কুলছাত্রীকে হিজাব পড়তে বাধা! রণক্ষেত্র মুর্শিদাবাদ, স্কুল চত্বরে ইটবৃষ্টি- গুলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিজাব বিতর্কের (Hijab Controversy) আঁচ বাংলায়। স্কুলে হিজাব পরে না আসার নির্দেশ দেওয়ায় প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ। মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় রীতিমতো শোরগোল। সুতি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে, হিজাব পরে এক ছাত্রীকে স্কুলে আসতে বারণ করার অভিযোগ উঠল বহুতালি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক দীনবন্ধু মিত্র ৷ অভিযোগ, ওই ছাত্রীকে বোরখা পরে স্কুলে আসতে নিষেধ করেন তিনি৷ হুঁশিয়ারি দেন হিজাব বা বোরখা পরে এলে স্কুল থেকে কাটা যাবে নাম৷  মাথায় ওড়নাও না দিতে বলেন তিনি।

আরও পড়ুন: Cow Smuggling Case: গরু পাচার মামলায় এবার কেষ্টকে নোটিস CBI-এর

প্রধানশিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানায় পড়ুয়ারা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। শনিবার সকালে তাঁরা স্কুলের সামনে পৌঁছন। এমন নির্দেশিকা জারি করায় প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।  সেই বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা৷ অচিরেই রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল প্রাঙ্গণ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিস বাহিনী৷ বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রথমে শান্ত করার চেষ্টা করে তারা৷ কিন্তু খানিক পরই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ বোমা ফাটতে শুরু করে৷ শুরু হয় পাথর বৃষ্টি৷ পুলিসকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস৷ এক অফিসার জানান, সকাল ১১টা থেকে অনেক চেষ্টার পর এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ এখন শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে৷ অশান্তি বন্ধ হলেও থমথমে সুতি৷

আরও পড়ুন: TMC: অভিষেক-সহ সবার পদের অবলুপ্তি, ঘোষণা হল ২০ জনের জাতীয় কমিটি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest