Is Actor Srabanti Chatterjee Joining Ruling Party TMC

Srabanti: পুরভোটের প্রচারে শ্রাবন্তী, পদ্মফুল ছেড়ে পাকাপাকি জোড়াফুলেই?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পরনে নীল-সাদা সালোয়ার-কামিজ। এই সাজেই বুধবার তিনি বহরমপুরে পুরভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর রোড শো-তে অংশ নিয়েছিলেন। শোনা যাচ্ছে, সেখানেই তিনি নাকি জানিয়েছেন, তিনি জোড়াফুলেই আছেন!

গত নভেম্বরে টুইটে শ্রাবন্তী বিজেপি ছাড়ার কথা জানান। তাঁর অভিযোগ, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ ওই মাসেই বাসন্তীতে শাসক দলের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: Khela Hobe: খেলা হবে গান থেকে নাম বাদ মুকুল-শোভন-সব্যসাচীর! কিন্তু কেন?

শাসক দলের শওকত মোল্লা সে দিন দাবি জানিয়েছিলেন, এই মঞ্চেই তিনি নাকি ঘাসফুল হয়ে ফুটতে চলেছেন নতুন করে! শ্রাবন্তীও সে দিন শাসক দলের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, তাঁকে ডাকলে আবারও তিনি আসবেন। তার পরেই পুরভোটের আগে তৃণমূলের প্রচারে সামিল তিনি।

এ দিন বহরমপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে জনসভা ও রোড শো-তে অভিনেত্রীর সঙ্গে ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, প্রচারে নাকি শ্রাবন্তী এ-ও বলেন, ‘‘মমতাদি সবার দিদি। ভীষণ আন্তরিক, ভাল মানুষ। সবার পাশে সব সময় থাকেন। তাই জোড়াফুলে ভোট দিয়ে তৃণমূলকেই জয়ী করুন।’’

আরও পড়ুন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ? সিদ্ধান্ত কমিশনের হাতেই ছাড়ল হাইকোর্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest