Mamata Banerjee: Huge Salary Hike For West Bengal Mla And Ministers Here Is The Full Details Of Remuneration After Mamata Banerjee Announcement

Mamata Banerjee: নিজের বেতন না বাড়িয়ে মন্ত্রী, বিধায়কদের ৫০০ শতাংশ বেতনবৃদ্ধি মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হল। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা এ-ও জানিয়েছেন, নিজের বেতন তিনি বৃদ্ধি করবেন না। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর বর্তমানে মন্ত্রী বিধায়কদের বেতন কত হল এক নজরে দেখে নিন-

পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ দাঁড়াল

আগে বেতন ছিল ১,১০,০০০
এখন বেতন হল ১,৫০,০০০ (প্রায়)

রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ

আগে বেতন ছিল ১,০৯,৯০০
এখন বেতন হল ১,৪৯,৯০০ (প্রায়)

আরও পড়ুন: Facebook Post: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে মেশিনগান উপহার? ফেসবুকে পোস্ট তৃণমূলের প্রাক্তন নেতার

বিধায়কদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল- ৮১, ০০০
এখন বেতন হল- ১,২১,০০০ (প্রায়)

উল্লেখ্য, বাংলার বিধায়ক ও মন্ত্রীদের মাসিক বেতন হল মূল বেতন, ভাতা এবং অধিবেশনে যোগদানের জন্য প্রাপ্ত ভাতার মূল। আসল বেতনের বৃদ্ধির বাকি ভাতা মিলিয়েই বিধায়ক, মন্ত্রীদের বেতন পৌঁছল দেড় লাখের কোটায়। এদিন বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এও স্পষ্ট বিধায়কদের বেতন কাঠামো পরিবর্তিত হলেও অপরিবর্তিত থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন পরিকাঠামো। যদিও বেতন বা ভাতার এক পয়সাও নেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমেই তাঁকে সাধুবাদ জানান ও পরে তাঁকে পরিবর্তিত বেতন কাঠামো অনুযায়ী মুখ্যমন্ত্রীর ভাতা বৃদ্ধিরও আবেদন জানান। তিনি বলেন, ‘সবার বেতন বাড়ল, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না এটা কেমন করে হয়। আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভালো হয়। ভবিষ্যতের কথা ভেবে সরকারিভাবে, খাতায় কলমে আপনারটাও বাড়ানো হোক। নইলে বিষয়টা ঠিক দেখায় না। আমার অনুরোধ আপনার ভাতাও বৃদ্ধি করা হোক।’ কিন্তু এরপরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Unique ID Card: এক পরিবার, এক পরিচিতি! আধারের মতো ‘ইউনিক আইডি’ তৈরির পথে রাজ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest