Malala Yousafzai tells Expo 2020 Dubai that young women need to be heard

দুবাই এক্সপোর নারী প্যাভেলিয়নে নোবেলজয়ী মালালা, নারী শিক্ষা নিয়ে দিলেন জোরালো বার্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরব আমিরাতের শহর দুবাইয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুবাই এক্সপো-২০২০। পৃথিবীর ১৯২টি দেশ এই মেলায় প্যাভিলিয়ন গড়ে তুলেছে।দেশবিদেশের বহু নামিদামি ব্যাক্তিত্ব এই এক্সপোতে গিয়েছেন। এবার সেখানে দেখা গেল নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে।

স্বামী আসার মালিক ও পরিবারের সদস্যদের নিয়ে এই মেলায় যান। নারী প্যাভিলিয়ন ঘোরার পর মালালা বলেন, ‘এখনও গোটা বিশ্বে প্রায় ১২৭ মিলিয়ন মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। আমার উদ্দেশ্যে এখনও একই রয়ে গিয়েছে। আমি ওই মেয়েদের কাছে পৌঁছাতে চাই, তাঁদের ভালোভাবে বাঁচার অধিকারের জন্য লড়তে চাই, তাঁদের শিক্ষার অধিকার ও ভালো জীবন দিতে চাই।’

আরও পড়ুন: Karnataka: ‘ভয়াবহ পরিস্থিতি’, হিজাব বিতর্কে গর্জে উঠলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই

তিনি আরও বলেন, ‘আমি মনে করি মহিলারা নিজেদের দাবি এখন সোচ্চারে প্রকাশ করছেন। আমাদের সেই দাবি শুনতে হবে। শুধুমাত্র ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু কথা লিখে বা শেয়ার করে কিছু হবে না। আমাদের সরাসরি সেই সব মেয়েদের সঙ্গে কথা বলতে হবে। বঞ্চিতদের আলোচনার টেবিলে আনতে হবে – ভবিষ্যৎ আলোচনায় তাঁদের অংশগ্রহণ হয় যাতে সেটা লক্ষ্য করতে হবে। প্রতিটি মেয়ের শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা বিশ্ব অর্থনীতিকে $30 ট্রিলিয়ন বাড়িয়ে দেবে।আপনি যদি পরিবর্তন দেখতে চান তবে আপনাকে এতে বিশ্বাস করতে হবে, আমি এখনও আশা করি, একদিন স্কুলছুট মেয়ের সংখ্যা শূন্য হবে।’

মহিলাদের নিয়ে পৃথক প্যাভেলিয়ন করার জন্য তিনি দুবাই এক্সপোর আয়োজকদের প্রশংসা করেন।কনিষ্ঠতম নোবেলজয়ী বলেন, ‘লিঙ্গবৈষম্য এই বিশ্বে বিদ্যমান, একথা আমরা অস্বীকার করতে পারি না। তবে এই বার্তাটি আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে পাঠাতে চাই যে, ছেলে এবং মেয়েরা যেকোন কিছু করতে পারে। এতে লিঙ্গের কোনো ভূমিকা নেই। স্বপ্ন এবং ইচ্ছা থাকলেই সম্ভব হবে সবটা।’

আরও পড়ুন: Ukraine Crisis: রুশপন্থী অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন, ইউক্রেনে রুশ ফৌজের প্রবেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest